দুঃশ্চিন্তাগ্রস্ত মন ও ভারাক্রান্ত হৃদয়

in trending •  last year 

গতবছরের এপ্রিলের ২৬ তারিখে আমার মনের অবস্থা যেমন হয়েছিলো আজকেও ঠিক তেমনই হয়েছে । গতবছর এপ্রিল মাসের ২৬ তারিখ এমনই ঘোরতর বিপদের মধ্যে পড়েছিলাম আমি । অসম্ভব মন খারাপ হয়েছিল আমার । তবুও আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম আমার মনের সেই বর্ণনাতীত অবস্থার কথা ।

আবার আজকেও সেই রকম বিপদের মধ্যে পড়েছে আমাদের পরিবার । গত বছর এপ্রিল মাসে হঠাৎই আমার বড় ভাই ভীষণ অসুস্থ হয়ে আই সি ইউ তে ভর্তি হয়েছিলো । সেন্স ছিল না টানা ২ দিন । তখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম । যদিও ঈশ্বরের অশেষ করুনায় মাত্র কিছুদিনের মধ্যেই আমার দাদা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলো তবুও ওই কয়টি দিনের কথা আমার কখনো ভুলতে পারবো না ।

এক সীমাহীন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে পার করেছি দিনগুলো । আজ আবার সেই রকম একটা দিন ফিরে এলো আমার জীবনে । আজ সকাল বেলায় হঠাৎই আমার মায়ের শরীরটা বেশ খারাপ হয়ে পড়লো । দিব্যি সুস্থ মানুষ । অথচ, ঘুম থেকে ওঠার পর পরেই মাথা ঘোরা শুরু হলো ভয়ানক । বসেই থাকতে পারছিলো না এমন মাথা ঘোরা । সেই সাথে সারা গা ঘেমে এক সা ।

প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো সুগার লেভেল ফল করেছে । কারণ, এর আগেও মায়ের এমন হয়েছিলো বেশ কয়েকবার । তখন মিষ্টি খাইয়ে সুস্থ করা হয়েছিল । তাই আজকেও প্রথমে মিষ্টি খাওয়ানো হলো । এরপরে মাথা ঘোরা কিছুটা কম হলে তনুজা ভাত খেতে দিলো । পেট ভরে ভাত খেয়ে বললো বেশ ভালো লাগছে । তখন তনুজা বললো একটু ঘুমোতে । কিছুক্ষণ ঘুমানোর পরে আবার উঠে বললো মাথা আবার ঘোরা আরম্ভ হয়েছে । সেই সাথে প্রচুর ঘাম । আবার মিষ্টি খাওয়ানো হলো ।

মিষ্টি খাওয়ানোর পরে আবার একটু ভালো লাগতে লাগলো । কিন্তু, এরপরে ওষুধ খায়ানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বমি । তখন আমি ভয় পেয়ে গেলাম । সেই সাথে ডাবল ভিশন এবং ব্লারি ভিশন শুরু হলো । তারপরে আর দেরি না করে হসপিটালে ভর্তি করানো হলো । এখন ডাক্তার বলছে CT Scan করে দেখতে হবে মাইল্ড স্ট্রোক হলো কি না !

আমার মনের অবস্থা কি বুঝতেই পারছেন । আমার ভাই আর কয়েকজন কাছের রিলেটিভ হসপিটালে রয়েছে মায়ের কাছে । মা'কে এডমিট করা হয়েছে । হসপিটালটা একদমই আমার বাড়ির কাছে । সেটা একটা সুবিধা হয়েছে । এখন শুধু অপেক্ষা । কখন রিপোর্ট আসবে !

কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি আমি । আমাদের জন্য সবাই একটু মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এ বিপদ যেন কেটে যায় আমাদের ।

------- ধন্যবাদ -------
পরিশিষ্ট

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!