আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
এই ছিল মোটামুটি আমার প্রস্তাবনা । "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন ও মডারেটর প্যানেল এর সম্মানিত সকল অ্যাডমিন এবং মডেরেটদের কাছে এবং সেই সাথে কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ রইলো এ ব্যাপারে আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য এবং মুক্ত মতামত ও সকল পরামর্শ প্রদান করে আমাকে বাধিত করবেন ।
আমার প্ল্যান মোটামুটি এটা -
০১. প্রত্যেক দিন রাত দশটার আগে সেই দিনের সকল আর্টিকেলগুলো পর্যালোচনা করে একটি আর্টিকেলকে পরদিনের ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হবে ।
০২. এরপরে পরের দিন সকালে সেই ফিচারড আর্টিকেলটি আমাদের কমিউনিটির বিশেষ একটি একাউন্ট থেকে আলোচনামূলক পোস্ট হিসেবে পাবলিশ করা হবে ।
০৩. কমিউনিটির কোনো পোস্টই হুবহু নতুন করে আমাদের কমিউনিটির ফিচারড আর্টিকেল পাবলিশ করার একাউন্ট থেকে পাবলিশ করা হবে না । বরঞ্চ সেই বিশেষ পোস্টে থাকবে যে আর্টিকেলটি ফিচারড হিসেবে সিলেক্টেড হয়েছে সেই আর্টিকেলের ওপর একটা সংক্ষিপ্ত পর্যালোচনা, সেই আর্টিকেলের লেখকের নাম, আর্টিকেলের শিরোনাম, পাবলিশের তারিখ এবং আর্টিকেলের URL লিংক ।
০৪. ফিচারড আর্টিকেল প্রকাশ করার বিশেষ পোস্টটি পিন করা হবে ।
০৫. প্রত্যেকদিনের ফিচারড আর্টিকেল কমিউনিটির একটি সার্ভারের ডেটাবেজে সংরক্ষিত থাকবে ।
০৬. প্রত্যেক মাসের প্রথম রবিবারে বিগত এক মাসের সকল ফিচারড আর্টিকেল নিয়ে একটি পিডিএফ পাবলিশ করা হবে ইবুক আকারে । এই ইবুক গুলিও কমিউনিটির সার্ভারে সংরক্ষণ করা হবে ।
০৭. প্রত্যেক বছর সেরা ফিচারড আর্টিকেলগুলো থেকে বাছাই করা আর্টিকেল নিয়ে একটি বই পাবলিশ করা হবে ।
০৮. প্রতিদিনের ফিচারড আর্টিকেল আপভোটের ক্ষেত্রে কিছুটা বাড়তি ভোটিং পার্সেন্টেজ পাবে ।
০৯. কমিউনিটির সকল অ্যাডমিন/মডারেটরদের প্রত্যেককে মাসে দুটি করে "ফিচারড আর্টিকেল" বাছাইয়ের কাজ করা বাধ্যতামূলক ।
১০. ফিচারড আর্টিকেল এর এই প্রোজেক্ট থেকে উপার্জনকৃত সমস্ত অর্থ দিয়ে ভবিষ্যতের কমিউনিটির নিম্নলিখিত ব্যয়গুলো নির্বাহ করা হবে । এখন থেকে নিম্নলিখিত ইভেন্টের ফান্ডিং কমিউনিটির কোনো অ্যাডমিন/মডারেটরদের পার্সোনাল একাউন্ট থেকে আর নেওয়া হবে না । এই নিয়মটি ইফেক্টিভ হবে জুন ১১, ২০২৩ থেকে :
১. ডিসকোর্ড কুইজ কন্টেস্টের প্রাইজ
২. আমার বাংলা ব্লগ আয়োজিত যে কোনো কন্টেস্টের প্রাইজ
৩. রবিবারের আড্ডার প্রাইজ
৪. ডিস্কোর্ড সার্ভার বুস্টিং কস্ট
৫. পাওয়ার আপ কন্টেস্টের প্রাইজ
৬. উইটনেস মেইনটেন্যান্স কস্ট (উইটনেসের আয় থেকে এই ব্যয় নির্বাহ করা হবে)
৭. ডিসকোর্ড এয়ারড্রপ ও টিপস কস্ট
------- ধন্যবাদ ----- wote please