ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১১ (২০-০৭-২৩ থেকে ২৬-০৭-২৩)

in up •  last year 

বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১১ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @limon88
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL AUTHOR UPVOTE POST LINK
01 @limon88 $25 UPVOTE প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে।
02 @limon88 $25 UPVOTE আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে গানটি কভার।
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম মোঃ লিমন হক । জাতীয়তা : বাংলাদেশী। বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর,নীলফামারী জেলায় জন্ম । বর্তমানে ঢাকা শহরের উত্তরাতে বসবাস করেন । প্রফেশন - চাকুরী। অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। শখ : ফোটোগ্রাফি, খেলাধুলা এবং ঘোরাঘুরি। এছাড়াও ভালোবাসেন পড়তে, লিখতে, ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই এবং আর্ট ইত্যাদি। ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের মে মাসে - মোট ২ বছর ৩ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!