প্ল্যান করা:
তুমি কোথায় যেতে চাও একা যেতে চাও নাকি বন্ধুদের সঙ্গে যেতে চাও সেটি ঠিক করো। যেহেতু তুমি একজন স্টুডেন্ট তাই তোমার প্ল্যানিং টাও হতে হবে সেই হিসেবে। কখনোই ব্যবসায়িক বা চাকুরিজীবিদের মতো চিন্তা করে প্ল্যান করবে না। ট্রাভেল করার সময় ঘুম, বিস্তর আড্ডাবাজি, মুভি আর খাওয়া-দাওয়া’র পাশাপাশি কিছু স্কিল ডেভেলপমেন্ট এর জন্যও সময় রাখতে পারো । সর্বদা নতুন জায়গা হতে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা রাখবে।
দৈনিক রুটিন অব্যহত রাখা:
আমরা যখনই একটি ছুটি পাই তখনই আমাদের দৈনন্দিন জীবনে একটু আলসেমোর ভাব দেখা দেয়। আমরা বেপরোয়া হয়ে পড়ি এবং আমাদের রেগুলার রুটিন হতে বহির্ভুত কার্যকলাপ করি। যেখানে আমরা ভোরে ঘুম থেকে উঠে জগিং এ বের হতাম সেখানে আমরা ছুটির দিনে বেলা ১১টা পর্যন্ত ঘুমাই। আবার অনেক সময় রাত জেগে মুভি দেখি, কিন্তু এতে যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে সেদিকে আমাদের খেয়াল থাকে না। এতে আমাদের শরিরের অনেক ক্ষতি হয় , যার ফলে নানা ধরনের রোগ বা দুর্বলতা দেখা দেয়। তাই ছুটির সময় নিয়মতান্ত্রিক জীবনটাই মেনে চলা ভবিষ্যতের জন্য শ্রেয় ।
@rishan একেবারে সঠিক কথা বলেছেন, ছুটির দিন গুলোতে আমারা অনেকেই অলস হয়ে পড়ি, এতে আমাদের শরীরের প্রচুর খতি হয়, তাই আমাদের রোজকার অভ্যাস মেনে চলা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit