টানা তিন দিনের ছুটির শেষদিন আজ। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ থাকায় আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বেশির ভাগ রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। ছিল না চিরচেনা যানজট, কর্মব্যস্ততা।
টানা ছুটি পেয়ে কত মানুষ রাজধানী ছেড়েছেন, তার সুস্পষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে এই ছুটিতে রাজধানীবাসীর কেউ গেছেন গ্রামের বাড়িতে, পরিবার-স্বজন নিয়ে কেউ আবার গেছেন বেড়াতে।
গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ছিল মহান বিজয় দিবসের ছুটি। সঙ্গে শুক্রবার ও শনিবার, দুদিনের সাপ্তাহিক ছুটি। রাজধানীর অনেকেই গত বুধবার বিকেল থেকেই অফিস শেষে ঢাকা ছেড়েছেন।
আজ সকালে মোহাম্মদপুর, ফার্মগেট, নিউমার্কেট, ধানমন্ডি, মহাখালী, শাহবাগ ও মতিঝিল এলাকার রাস্তাঘাট অন্যান্য সময়ের চেয়ে ফাঁকা দেখা গেছে।
রপ্তানিনির্ভর বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক সায়েম রহমান। থাকেন রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকায়। আজ সকালে বাসা থেকে পল্টনের বিজয়নগর এলাকায় নিজের কর্মস্থলে মোটরসাইকেলে করে পৌঁছেছেন ২০ মিনিটে।রাস্তাঘাটে মানুষ কম থাকায় রাজধানীর সড়কগুলোতে বিভিন্ন গন্তব্যে চলা বাসের সংখ্যাও ছিল কম। মোহাম্মদপুর থেকে উত্তরা পর্যন্ত চলাচল করা প্রজাপতি পরিবহনের চালকের সহকারী সুলতান মিয়া বলেন, যাত্রী তেমন নেই। তাই বাসও কম চলছে।
সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক ছিল প্রায় ফাঁকা। অথচ প্রায় প্রতিদিনই এই পথে ব্যাপক যানজটের শিকার হতে হয় যাত্রীদের।
তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মিজানুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক আছে। জট নেই বললেই চলে। রাস্তায় মানুষ কম, এ কারণে যানবাহনের সংখ্যাও কম।