একটি বিষ্টি ভেজা সন্ধ্যা (part-2)

in viralstoryromanticforyou •  3 months ago 

তৃষা জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল, এমন সময় হঠাৎ তার ফোন বেজে উঠলো। অচেনা এক নাম্বার থেকে কল। একটু দ্বিধা নিয়ে সে কলটি রিসিভ করলো। ওপাশ থেকে এক মুহূর্ত নীরবতা, তারপর একটি পরিচিত কণ্ঠ শুনে তার হৃদয় থেমে যাওয়ার জোগাড়।

“তৃষা, কেমন আছো?” – আরিয়ানের কণ্ঠ।

তৃষা যেন কিছুক্ষণ বিশ্বাস করতে পারছিল না। এত বছর পর আবার সেই কণ্ঠ শুনতে পেয়ে তার গলা শুকিয়ে এলো। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল, “তুমি? এত বছর পর হঠাৎ মনে পড়লো?”

আরিয়ান হেসে বলল, “হ্যাঁ, অনেক সময় পেরিয়ে গেছে। কিন্তু কিছু কথা, কিছু মানুষ কখনো ভুলা যায় না। আমি আজ শহরে ফিরেছি। তোমার সাথে দেখা করতে চাই।”

তৃষার মন অদ্ভুত এক আবেগে ভরে গেল। এত বছর ধরে যার প্রতীক্ষা ছিল, আজ সেই মুহূর্ত যেন তার কাছে চলে এসেছে। কিন্তু তার মধ্যে একটি শঙ্কা, এত বছর পর আরিয়ানের সঙ্গে দেখা হলে কি পুরনো সেই অনুভূতি ফিরে আসবে?

পরের দিন নির্ধারিত সময়ে, বৃষ্টির ঝিরঝিরে আবহে তারা এক পার্কে দেখা করলো। দূর থেকে আরিয়ানকে দেখে তৃষার হৃদয় আবারো সেই পুরনো তালে ধকধক শুরু করলো। আরিয়ানও তাকিয়ে ছিল তার দিকে, যেন সময় থমকে দাঁড়িয়েছে।

“তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম,” আরিয়ান বলল, “জীবনের ভুলগুলো ঠিক করতে।”

তৃষা কিছুক্ষণ নীরব রইল। তারপর মৃদু হেসে বলল, “তুমি ফিরে আসছো এটাই অনেক।”

আর সেই মুহূর্তে, বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের দু’জনকে এক নতুন শুরুর আশীর্বাদ জানাচ্ছিল
1000023988.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!