Covid-19

in virous •  5 years ago 

কি লিখবো?
প্রথম পর্যায়ে এখানে পোস্ট করার কোন ইচ্ছা আমার নেই।কেননা দেশের যে পরিস্থিতি এবং কবির 19 ভাইরাসের কারণে দেশের অবস্থা দিন দিন এত অবনতি হচ্ছে যে সব কিছুর আশা ছেড়ে দিয়ে শুধু আল্লাহকে ডাকা ছাড়া আর কোন উপায় নাই
কবির 19 করোনাভাইরাস এই নামক ভাইরাসটি দেশের সকল এলাকায় ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক হারে মানুষের জীবন নাশ করতে সক্ষম হচ্ছে।ভাইরাসটির কার্ডের দিন দিন দেশের জনসংখ্যা কমছে কি শুধু আমাদের বাংলাদেশে নয় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ইরাক ইরান চীন জাপান ভারত ইন্ডিয়া ভাইরাস ছড়িয়ে পড়েছে।

ভাইরাস থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়

এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম আমাদের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে।কেননা আমরা সকলেই জানি এটা কোন সাধারন রোগ নয় এটি একটি আল্লাহর কাছ থেকে পাঠানো মহামারী এবং অনেক বড় ধরনের গজব। এই গজব থেকে বাঁচতে হলে আমাদের নিম্নোক্ত কিছু নিয়ম পালন করতে হবে

২ প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার নিয়মিতভাবে সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত পরিষ্কার করতে হবে
১ হাঁচি-কাশির সময় অবশ্যই রুমাল এবং টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে হাসি এবং কাশি দিতে হবে/কেননা যদি ভাইরাসটি আপনার থেকে থাকে তাহলে আপনার হাসি এবং কাশির মাধ্যমে বাতাসের মাধ্যমে উন্নত জাতের সংক্রমিত করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখা একান্ত জরুরি এবং কর্তব্য

৩সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নোংরা কাপড় ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে
৪ খাবারের আগে এবং পরে ভালভাবে হাত সাবান দিয়ে ধৌত করতে হবে
৫ এই রোগের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়
১ জ্বর সর্দি কাশি মাথাব্যথা নিউমোনিয়া ইত্যাদি এই রোগের লক্ষণ ছাড়াও ফুসফুসে ব্যথা এবং পুরো শরীরে ব্যথা দেখা দিতে পারে

রোগ থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সর্তকতা অবলম্বন করতে হবে

This is my original content from @j44

IMG_20200313_113313_472-01.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!