মেয়েটার সাথে প্রথম পরিচয়েই তাকে পছন্দ করে ফেলে রিয়ান । জীবনের আঠাশটা বসন্ত পার করে এসেছে সে । অজস্র মেয়ের সাথে আলাপ-পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু কেউই তো তার মনে ছাপ ফেলতে পারেনি । প্রথম যৌবনের উন্মাদনায় সে নিজেকে তলিয়ে যেতে দেয়নি ভালোবাসার গভীরে, কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে চায়নি সে । ক্যারিয়ার ছাড়া আর কোনোদিকে তাকানোর সময় করে উঠতে পারেনি সে কখনো । তবুও তার শত নিস্পৃহতার মাঝেও কারো কারো প্রেমের ইশারা পেয়েছে সে । গোলাপগুচ্ছ, কবিতার বই বা কখনো সখনো কিছু প্রেমপত্র যে তার জীবনে আসেনি তা বলা যাবে না মোটেও । এসেছিলো, হ্যাঁ, বেশ কয়েকটি, কিন্তু উপেক্ষা করেছে সে চরমভাবে ।
তাই তার জীবনে প্রেম আসেনি কখনো । আঠাশটা বছর, অনেকটাই দীর্ঘ সময় । এই দীর্ঘ সময় পরে হঠাৎ তার লৌহকঠিন হৃদয় যেন কিসের অভিঘাতে দুলে উঠলো । প্রথম দেখাতেই সে মেয়েটিকে অসম্ভব পছন্দ করে ফেলেছে । অথচ, মেয়েটির চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, একদমই সাদামাঠা, আর পাঁচটি সাধারণ মেয়ের মতোই সে । শ্যামলা রং, মুখশ্রী সাধারণ, হালকা গড়নের মাঝারি উচ্চতার। কিন্তু, ওই অতি সাধারণ চেহারার মধ্যে সে খুঁজে পেয়েছে এক অমোঘ আকর্ষণ ।
উজ্জ্বল ঝকঝকে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখের আকর্ষণে আর স্মার্ট কথাবার্তায় আষ্টেপৃষ্টে বাঁধা পড়েছে আজ রিয়ান । রিয়ান, তার নামের অর্থ রাজা। অথচ সেই রাজার আজ ভিখিরির দশা হয়েছে, সারাটাক্ষণ মেয়েটার কথা ভাবতে ভাবতে । মেয়েটির নাম নিরুপমা, ডাক নাম নিরু । নিরুর সাথে আলাপের পরে একটি রাতও ঠিকমতো ঘুমোতে পারেনি সে । একেই কি প্রেম বলে ? তাহলে তো প্রেম মানেই শুধুই যন্ত্রণা । প্রেমে সুখ কোথায় ?
অথচ, প্রেম নামক এই আগুনে জ্বলতে পারার মধ্যেও একটা অদ্ভুত তৃপ্তি আছে, একটুকরো সুখ আছে । রিয়ান ভালোবাসে নিরুকে । কিন্তু, সে জানে এই ভালোবাসা আজীবন একপাক্ষিকই থেকে যাবে । নিরু কোনোদিনও তাকে প্রেমিক ভাববে না । সে তাকে বন্ধু ভাবে, ভালোবাসে, কিন্তু প্রেমিক হিসেবে তাকে চায় না । অথচ, রিয়ান নিরুকে ছাড়া পৃথিবীর আর কোনো মেয়েকে প্রেমিকা ভাবতে পারে না । অপ্রকাশিত প্রেম রাতের আঁধারে ঝরে পড়া এক গুচ্ছ শিউলি ফুলের মতো । সাদা, নিষ্কলুষ, পবিত্র প্রেম; কিন্তু, ঝরে যায় নিঃশব্দে, সবার অগোচরে ।
এক এক দিন রাতে তার ঘুম ভেঙে যায় এক বুক চাপা কষ্ট আর অভিমান নিয়ে । এতো তাকে ভালোবাসে, অথচ তাকে বলার অধিকার নেই তার । মন তার পুড়ছে অথচ কেউই টের পাবে না সে পোড়ার গন্ধ । ইশারা সে বলতে পারে না, ইঙ্গিতে সে বোঝাতে পারে না সে তাকে কতটা ভালোবাসে । এটা ভালোবাসা, প্রেম নয় । সে নিরুকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে । কিন্তু প্রেম নয় ।
একদিন মরিয়া হয়ে নিরুকে একটা কবিতার বই গিফট করে । নিরু খুব উৎসাহ আর উচ্ছ্বাসের সাথেই বইটি গ্রহণ করে । বন্ধুত্বের উপহার ভাবে সে এটাকে । একজন দিলো প্রেমের উপহার, আর যে নিলো সে সেটা গ্রহণ করলো বন্ধুত্বের উপহার হিসেবে । সেই কবিতার বইয়ের শেষ সাদা শূন্য পৃষ্ঠায় একটা কবিতা লিখে দিয়েছিলো রিয়ান । কবিতাটি নিরুর উদ্দেশ্যে ।
"আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।"
সারারাত একটা দারুন উত্তেজনায় ছটফট করে কাটালো রিয়ান । কবিতাটি কি নিরু পড়েছে ! তাহলে তো নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছে যে রিয়ান ভালোবাসে তাকে ।
বহুবার মোবাইল বের করে হোয়াটসআপ এ চোখ রাখে সে, মেসেঞ্জারে বারে বারে চেক করে দেখে নিরুর প্রতিক্রিয়া কি ? অবশেষে শেষ রাতে একটা মেসেজ ঢুকলো তার মেসেঞ্জারে । সেখানে রয়েছে নিরুর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, তার লেখা কবিতাটি ঘিরেই । কিন্তু, বহু প্রত্যাশিত সেই লেখাটি তন্ন তন্ন করে খুঁজেও পেলো না সে । তার কবিতায় এত স্পষ্ট ইঙ্গিত ছিল যে নিরুর পড়া মাত্রই বুঝতে পারার কথা যে তাকে খুব গভীরভাবে ভালোবাসে রিয়ান । কবিতার শেষ দু'লাইনে প্রায় স্পষ্ট করেই রিয়ান তার স্বপ্নের নারী কে সেটা ইঙ্গিত করেছে । না বোঝার তো কিছুই নেই ।
সে বুঝতে পারলো যে নিরু সব বুঝেও না বোঝার ভান করছে । নিরু তার কবিতা ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে, তার কাব্যপ্রতিভার অকুন্ঠ প্রশংসা করেছে । শুধু প্রতিক্রিয়া দেখায়নি তার প্রেমের ইশারায় । সে কবিতা গ্রহণ করেছে, কিন্তু গ্রহণ করেনি কবিকে । সে খুব স্পষ্ট করেই আজ বুঝিয়ে দিয়েছে রিয়ানকে যে সে কোনোদিনও রিয়ানের হতে চায় না ।
খোলা জানালা দিয়ে বাইরের ধূসর আঁধারের দিকে তাকালো রিয়ান । শেষরাতের অস্তমিত চাঁদের আলোয় জমাট বাঁধা সেই আঁধার আর নেই, অনেকটাই তরল, কেমন যেনো ধূপছায়া আঁধার শেষরাত্রিতে । চাঁদের আলোকে অনেকটা পিদিমের আলোর মতো লাগছে আজ । আবছায়া আলো, অথচ কি স্নিগ্ধ, কি নরম তার আলো !
রিয়ান টের পেলো তার মন আবারো পুড়ছে । কিন্তু, কোনো যন্ত্রণা তো নেই । অথচ আজকে তার জীবনের সব চাইতে কষ্টের দিন । আজ তার ভালোবাসা হেরে গেলো, ব্যর্থ হলো । তার মন পুড়ছে ধূপের মতো একটু একটু করে । তারপরেও সে কেন কোনো যন্ত্রণা টের পাচ্ছে না ?
অবশেষে সে বুঝতে পারলো । এতদিন সে যন্ত্রণা পেতো তার ভালোবাসার কথা মনের মানুষটিকে বলতে না পেরে । আজ বলতে পেরেছে । সে তো আসলে কোনো কিছু পাওয়ার আশায় ভালোবাসেনি নিরুকে । এমনকি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে নিরু তাকে ভালোবাসবে । তাই, আজ তার আশা ভঙ্গও হলেও সেই অর্থে তেমন কোনো যন্ত্রনা সে টের পাচ্ছে না ।
জোৎস্নায় ঘর ভেসে যাচ্ছে । মন পুড়ছে ধূপের মতো, নিঃশব্দে একটু একটু করে । যন্ত্রণাহীন এই দহনে রিয়ান হঠাৎ আবিষ্কার করলো তার ভালোবাসা ব্যর্থ হয়নি । ব্যর্থ হয়েছে নিরু, তার ভালোবাসা গ্রহণ করতে । সে তাই আজীবন তার ভালোবাসা দিয়ে মেয়েটিকে ঘিরে রাখবে পরম যত্নে । আর প্রতিরাতে স্বপ্নের মধ্যে তো নিরুর সাথে তার দেখা হয়ই । সেখানে নিরু তার জন্য পাগল । স্বপ্নের নিরু আর বাস্তবের নিরুর মধ্যে এক আকাশ তফাৎ । স্বপ্নের নিরু তাকে পাগলের মতো ভালোবাসে ।
এই স্বপ্ন রিয়ানকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে একটু একটু করে । স্বপ্নের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে আঁকড়ে ধরছে তাকে রোজ রাতে । ইশারা করে নিরু প্রতিরাতে তাকে ঘুমের ঘোরে, স্বপ্নের মাঝে । সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না । সে আসে রিয়ানের কাছে, প্রতি রাতে সে আসে, খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে, বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়, সে আসে, বারে বারে সে আসে । রিয়ানের হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে, বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হাওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে রিয়ান আজ তার বাস্তব সত্ত্বা হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।
ধূপছায়া আঁধারে পোড়ে যত মন
পিদিমের আলোয় মাখা অলীক স্বপন ।
✡ ধন্যবাদ ✡