ডেইলি স্টার সম্পাদকীয় শব্দার্থ, পড়লেই মুখস্থ!! --------------17-Nov­--2017--------------­-

in vocabulary •  7 years ago 

ডেইলি স্টার সম্পাদকীয় শব্দার্থ, পড়লেই মুখস্থ!!
--------------17-Nov­--2017--------------­-
teaching-strategies-reinforce-vocabulary.jpg

US position on Rohingya crisis
[রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্টের পদক্ষেপ]
Focus should be on resolving it soon [ বিশেষ মনযোগ/ফোকাস হওয়া উচিৎ দ্রুত সংকট সমাধানে]
-------------By--Raz­ib Raz---------------

  1. mounting evidence চড়া প্রমাণ /যথেষ্ট প্রমাণ। mount মানে কিন্তু পাহাড় পর্বত। mounting evidence তাহলে বিশাল বিশাল প্রামাণ রোহিঙ্গা নির্যাতনের।
  2. constrained বাধ্য, অপ্রস্তুত, কৃত্রিম, অস্বাভাবিক। কাউকে কোন কিছুতে বাধ্য করালে সে অপ্রস্তুত থাকে, তাকে কৃত্রিম বা অস্বাভাবিক দেখায় সে তখন constrained থাকে।
  3. contradict বিপরীত হত্তয়া, বিরূদ্ধ হত্তয়া, বিপরীত হওয়া He did not contradict what he said last week.
  4. punitive শাস্তিমূলক, দণ্ডমূলক
  5. sanctions নিষেধাজ্ঞা, অনুমতি, অনুমতি দেত্তয়া, অনুমোদন করা। কোন কিছু জারি করা, sanctions জারি করল মানে নিষেধেরও হতে পারে আবার, সবাইকে কর না দেয়ার অনুমিতও হতে পারে।
  6. compel বাধ্য করা
  7. ameliorate
    উন্নয়নসাধন করা, উন্নত করা, উন্নত হত্তয়া, সংশোধন করা। মাসিক এডিটোরিয়াল নিউজ পড়লে ইংলিশে অনেক ameliorate করতে পারবেন।
    -------------By--Raz­ib Raz---------------
    Food assistance for poor hampered [দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা ব্যাহত]
    Why are government stocks low?[কেন সরকারী মজুত হীনপদস্থ]
    -------------By--Raz­ib Raz---------------
  8. ultra poor হত দরিদ্র/চরম দরিদ্র
  9. doldrum, নির্জীব মনমরা ভাব, স্থির অবস্থা, অচঞ্চল অবস্থায়। চঞ্চল মানুষদের হঠাৎ doldrum দেখলে খুব খারাপ লাগে।
  10. procurement আসাদন,আহরণ (The action of obtaining or procuring something).বাস্তব জ্ঞান procure করা বাধ্যতামূলক।
  11. curtail সংকোচন করা, হ্রাস করা, কমান, সঙ্কুচিত করা, সংক্ষিপ্ত করা। আমাদের গ্যাস ব্যবহার curtail না করলে এক সময় অনেক ভোগতে হবে।
  12. unmitigated পুরাদস্তুর, চরম, অপ্রশমিত, অবাধ। প্রশ্ন ফাঁস বিষয়টি বাংলাদেশে unmitigated মানে দমেনি, কমেনি, চরম আকারের আর অবাধে চলছেই।
  13. parboiled [Partly cook (food) by boiling.] ডাঁট,আফুটন্ত।
    non-parboiled সিদ্ধ না করা।
    চাল তিন রকম হয় 1.সিদ্ধ boiled
  14. অল্পসিদ্ধ parboiled
  15. সরারসরি ধান থেকে চাউল, কোনরকম সিদ্ধ করা হয়নি Non-paraboiled.
    -------------By--Raz­ib Raz---------------
    Read daily to build up your vocabulary power ...... Vocabulary is just like the pocket money....
    If you don't have this, u can't buy something mean u can't make sentence or understand by reading passages....
    Stay connected
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very helpful post!!