ইন্ডিয়ার বর্ডার ভ্রমন পর্বঃ- ১

in vomra •  3 years ago 

আমার বাড়ি সাতক্ষিরা জেলার দেবহাটা থানায়। ইন্ডিয়ার বর্ডার এলাকায় হলেও কখনো ইন্ডিয়ার এতটা কাছে যাওয়া হয় নি। আজ আমি কথা বলবো সাতক্ষিরা জেলার ভোমরা ইউনিয়নের পদ্ম শাঁখরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী ও মানুষের জীবন কাহিনী। যার এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে ইন্ডিয়া। কিন্তু পদ্ম শাঁখরা গ্রামের শেষ প্রান্তে এসে ইছামতি নদী সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছে। আর এই গ্রামে মধ্য ইন্ডিয়ার পানিতর গ্রাম রয়েছে।

274826693_340841671261532_919967960274073578_n.jpg

আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ও ইন্ডিয়ার ১নং মেইন পিলারের কাছে। আমার পিছনে ইন্ডিয়ার পানিতর গ্রাম আর যে বাচ্চা গুলো খেলা করছে তারা ইন্ডিয়ার বাচ্চা। আমার ডান পাশ দিয়ে ইন্ডিয়ার ভিতরে বয়ে গেছে ইছামতি নদী। পানিতর গ্রাম ও শাঁখরা গ্রামের সিমানা নির্ধারণ করা হয়েছে খুব জটিল ভাবে। কারও বাড়ির উঠান দিয়ে, কারও বাড়ির বারান্দা দিয়ে, কারও আবার রান্না ঘরের মাঝ দিয়ে সিমানা চলে গেছে। কেউ এক পরিবারের দুই ভাই দুই দেশের নাগরিক হয়ে গেছে। ওই এলাকার মানুষের কাছে জানা যায় ইন্ডিয়ার বাসিন্দারা বাংলাদেশে আসা যাওয়া করে কেনা কাটা করে কিন্তু বাংলাদেশের বিজিবি তাদের কিছু বলে না। অথচ বাংলাদেশিরা ইন্ডিয়ার ভিতরে গেলে বিএসএফ তাদের গালি দেয়। এক ভাই আমাদের বললো আপনারা পিলারের ওই পাশে যাবেন না গিলে কিন্তু বিএসএফ গালি দেবে।

274027145_713240620053044_6430522671414575788_n.jpg

এক জায়গায় বেড়ে ওঠা মানুষেরা দুই দেশের নাগরিক হওয়ার কারণে তাদের জীবন যাত্রার মান, আচার-আচারন চলচলন ভিন্ন। আবার নদীতেও ইন্ডিয়ার দখলদারিত্ব বেশি। ইন্ডিয়ার জেলেরা অবাধে বাংলাদেশের সিমানার কাছে চলে আসে কিন্তু বাংলাদেশিরা যেতে পারে না। ভোমরা ইউনিয়নের মত এমন সিমানা বাংলাদেশের আর কোথাও নেই।
পূর্বে এলাকা দিয়ে ইন্ডিয়ার হাজার হাজার গরু বাংলাদেশে আসতো। আর এই গরু আনা সাথে জড়িত অনেক বাংলাদেশি নিখোজ হয় আবার অনেকে বিএসএফ এর হাতে মারা যায়। ভোমরা স্থল বন্দর হওয়ার কারনে ইন্ডিয়া থেকে বৈধ্য অবৈধ্য ভাবে পন্য আনা নেওয়া করা হয়। যদিও বিজিবির কড়া পাহাড়া আছে । তার পরও মানুষ বিভিন্ন উপায়ে তাদের কাজ করে থাকে।

যাই হোক এলাকাটি ভ্রমন করে অনেক কিছু জানতে পারলাম। বাড়িতে না থাকার কারনে আগে কখনো যাওয়া হয় নি। খুব ভালো লাগলো এলাকাটি ভ্রমন করে। নিজের দেশ ও দেশের মানুষের ভালো ইতিহাস জানলে গর্ভে বুক ভরে ওঠে। আপনারা চাইলে এলাকাটি ভ্রমন করতে পারেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!