আজকের এই
ঘটনা টি উপেক্ষা করেছের একজন
এম্বুলেন্স ড্রাইবার । তার নাম
মানিক । বাকিটা শুনুন মানিকের
কাছ থেকেঃ
!! আমি মেডিকেলে যাত্রী আনা নেওয়া করি ।
হয়তো সে রোগী আবার হয়তো সে লাশ
। আমি রাত নয় টা পর্যন্ত কাজ
করি । একদিন আমি রাত নয় টায় সব
কাজ শেষ করে বাসায় ফিরে ডিনার
করে ঘুমিয়ে পড়লাম । দিনটি ছিল মঙ্গলবার । হঠাত্
আমার
পোনে একটা কল এলো এক
অচেনা নাম্বার থেকে । কল রিসিভ
করলাম ।রাত তখন ১১ টা বেজে ২২
মিনিট । আমাকে বললো মেডিকেল
থেকে একটা লাশ নিয়ে যেতে হবে । যে
জায়গার নাম
বললো সেটা এখানে থেকে অনেক দুর
।
আমি রাজি হলাম না । কিন্তু যখন ও
বললো আমাকে দিগুন
টাকা দিবে আমি আর আপত্তি করলাম না । আমি
এম্বুলেন্স
নিয়ে রওয়ানা দিলাম ।
মেডিকেলে আরো দুজন লোক
বসে আছে লাশের পাশে । আমি লাশ
টা এম্বুলেন্সে তুললাম । আর
বললো শশ্মান ঘাটে এক লোক আছে । আমাকে
রিসিভ করবে । লাশ টি ছিল
একটি মেয়ের ।
জানা গেলো প্রেমিক
হারিয়ে আত্বহত্তা করেছেন ।
বুঝলাম স্বাভাবিক মৃত্যু নয় ।
আমাকে যেতে হবে শশ্মান ঘাটে এখানে
থেকে প্রায় ৬ মাইল
দুরে একটি গ্রাম্য এলাকায় ।
আমা লাশ নিয়ে যেতে লাগলাম ।
রাত এখন বারো টা । আমি কিছুক্ষন
পর গ্রামে পৌছে গেলাম । সময়
আনুমানিক ১২ টা ৪০ হবে । আমি ঘাটে পৌছে গেলাম
রাত
বাজে একটা । কিন্তু আমি তো শশ্মান
ঘাট ছিনিনা । এক
বিয়ে বাড়ীতে ঢুকে পড়লাম । এক
লোক কে জিগ্গেস করলাম ঘাট
কোথায় । সে বললো দক্ষিণের বাগানের
ভিতরে। দক্ষিন
দিকে একটা বাগান আছে । আমি আর
একলা ভিতরে না গিয়ে এম্বুলেন্সের
ভিতরে বসে রইলাম বিয়ে বাড়ীর
গেটের পাশে।আমার কখন যে ঘুম
এসে গেল নিজেও জানিনা।আমার ঘুম ভেঙ্গে
গেল একটা আওয়াজে ।
কে যেন ঘাড়ি টা সরাচ্ছে।হঠাত্
কেন জানি আমি পিছনে তাকালাম ।
আমি অনেক অবাক হয়ে গেলাম
এম্বুলেন্সের ভিতর লাশ না দেখে ।
আমি বাহিরে বেরিয়ে দেখতে লাগলাম কে
নাড়াচ্ছে গাড়ি । কেউ নেই
পাশে । আমি এম্বুলেন্সের
ভিতরে গিয়ে দেখি লাশ টা ঠিক
মতই আছে । আমি আবার বসে রইলাম ।
কিচুক্ষন পর একটা লোক
এসে বলতে লাগলোঃ লোকঃ কি ভাই কেমন
আছেন ।
আমিঃ জী ভালো আছি ।
ভিতরে এসে বসবেন নাকি ?
লোকঃ দিলে তো বসি ।
লোক টি ভিতর বসলো।ভাবলাম
একসাথে গল্প করবো আর ভয়টাও দুর হবে ।
লোক টার হাতে একটা প্লেট
কি যেন খটস খটস করে খাচ্ছে ।
আমাকে বললো নিতে আমি চাইলাম
না । দেখলাম প্লেটে আপেল । অনেক
জোর সত্বে আমি এক টুকরা তে হাত
দিলাম । আমার গাঁয়ে একটা শীতল বাতাস বয়ে গেল ।
আমার হাত
টা হিল হয়ে গেল ।
আমি মুখে নিলাম । আমার
মুখে আঁটছে না । কারন এগুলো আপেল
নয় কোন জন্তুর হাঁড় ।
আমি রেখে দিলাম । লোকটা আমাকে বাহিরে নিয়ে
গেল।
আমি লোকটার সাথে হাঁটতে লাগলাম
। আমি শশ্মান ঘাটে আসলাম
লোকটার সাথে ।
কথা বলতে লাগলাম । আমরা বসলাম
। আমি পকেট থেকে একটা সিগারেট ধরালাম । হঠাত্
লোকটা উধাও । আর
কিছু মনে নেই । সকালে ঘুম
থেকে উঠে দেখি আমি খাটে শুয়ে আছি ।
পরে জানতে পারলাম ঐ শশ্মান
ঘাটে নাকি আমি শুয়ে আছি ।
আমাকে সেখান থেকে কয়েকজন লোক নিয়ে
আসে।আজ চারবছর পর
আমি আপনাদের কাছে ঘটনা শেয়ার
করলাম । এবং ঘটনার পরদিন
থেকে আমি ঐ কাজ ছেড়ে দিলাম ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!