UTI(Urinary Tract Infection)✌✌✌

in wafrica •  7 years ago 

#কিডনির_অসুখ-পর্ব:৩

#UTI(Urinary Tract Infection)

#সাধারণত ইউরিনারি ট্রাক ইনফেকশন বলতে,কিডনি , ইউরেটার,ব্লাডার,ইউরেথ্রার সংক্রামক রোগকে বুঝায়!রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে!

image

#প্রকারভেদ:

♦Lower UTI- Infection Of the bladder(Cystitis)(মুত্রথলিতে সংক্রামক হয়ে থাকে)

♦Upper UTI- Pyelonephritis(কিডনিতে সংক্রামক)

♦Recurrent UTI- Re infection depends age and sex(পুন: সংক্রামক)

♦Uncomplicated UTI- Infection Urinary tract with kidney Function Normal.(মুত্র নালিতে সংক্রামক)

♦Complicated UTI- Anatomical, Functional or Pharmacologycal Resistance, Treatment Failure. Abnormal Urinary tract.(যখন ট্রিটমেন্ট ফেইলর হয়ে,ব্যাক্টেরিয়া ভিত্তি স্থাপন করে)

#Signs and Symptoms:(লক্ষন)

♣Fever(জ্বর আসতে পারে)
♣Urinary Frequency
♠Urgency
♣Dysuria
♣Oligouria(অল্প অল্প মুত্র)
♠Hematuria(মুত্রের সাথে রক্ত যেতে পারে)
♣Painful frequent passing of only small amount of urine.(মুত্র করার সময়ে জ্বালাপোড়া করা)
♣Foul-Smelling cloudy urine(মুত্রে দু:গন্ধ ও রং মেঘাটে)
♣Urinary incontinence(প্রসাবের গতিবেগ এর ধরে রাখতে না)
♣Suprapubic or loin pain(তলপেট ব্যাথা)
♣Rigors
♣Pyrexia(জ্বর জ্বর ভাব)
♣Nausea +Vomiting.(বমি বমি ভাব ও বমি আসতে পারে)
♣Vaginal dicharge(মেয়েদের সাদা শ্রাব দেখা দিতে পারে)
♣Headache(মাথা ব্যথা করতে পারে)
♣etc

#Aetiology :কারন:
ইউরিনারি ট্রাক ইনফ্রাকশন সাধারনত ব্যাক্টেরিয়া, ভাইরাল,ছত্রাক জনিত কারণে হয়ে থাকে।

♥Escherichia Coli- 68%
♥Proteus-12%
♥Klebsiella-4%
♥Enterococcus-6%
♥Staphylococcus -10%

#D/D:

♦ Postmenopausal women with atrophic vaginitis and urethritis.
♦Candida Albicans
♦Herpes simplex
♦Chlamydia
♦Enlarged prostate
♦etc

#Complication : কি কি জটিলতা হতে পারে,

♣Renal Failure
♣Septicaemia
♣Hydronephrosis
♣Pyonephrosia
♣Intrarenal abcess
♣Pyelonephritis

#Risk Factor:( যারা ঝুকিতে আছেন,ইউ টি আই হওয়ার)

♦Diabetics (ডায়াবেটিস রোগিরা)
♦Multiple
Sexual (বহুগামিতা)
partner

♦Buccal and Anal coitus sex(যারা পায়ুপথ ও মুখে সেক্স করেন)
♦Lesbianism(মেয়ে মেয়ে হোমো সেক্স)
♦BPH(প্রসেটেড এর গ্রন্থি বৃদ্ধি)
♦Less water drinking(যারা অল্প পানি পান করেন)
♥Urineray Catheteriization(মুত্র নালিতে ক্যাথেটার)

#Child or Babies UTI:(বাচ্চাদের ক্ষেত্রে)

♠High Fever(তীব্র জ্বর আসতে পারে)
♠Chills(শরীর ঠান্ডা হয়ে যেতে পারে)
♠Not eating properly (কিছুই খেতে চায়না)
♠Irritability
♠Babies Crying(বাচ্চারা কান্না করে থাকে)

#Pregant Mother UTI: (গর্ভবতী মায়েদের)
গর্ভবতী মায়েদের প্রায় বেশির ভাগ UTI হয়ে থাকে।
♦Lower Abdomen pain(তলপেট এ ব্যাথা)
♦LBP(পিছনে ব্যাথা)
♦Fever(জ্বর এসে থাকে)

#Investigation :

♥Urine R/M/E
♥Urine C/S
♥CBC
♥Serium Creatinine
♥X-ray KUB resion
♥USG-KUB

#Management :

♥Antibiotics Therapy,
-Amoxicillin+Clavulanic Acid or
-Nitrofurantoin or
-Ciprofloxacin or
-Cefuroxime+Clavulanic Acid or
-Cefixime or
-Ceftriaxone or
-Gentamicin
-etc

#Preventation:

♦প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে।
♦সময়মত মুত্র নিস্কাশন করতে হবে।
♦স্বামী -স্ত্রী বা সেক্স করার আগে ও পরে প্রসাব করতে হবে।
♥বহু কামিতা( বহু যৈনতা পরিহার)
♥প্রয়োজনে কনডম ব্যবহার
♥ওরাল ও পায়ুপথে সেক্স এভায়েড করতে হবে
♥সচরাচর ইউরিনারি ক্যাথেটার করা যাবে না
♥পর্যাপ্ত তরল খাবার খেতে হবে।
♥শুকনো খাবার পরিহার
♥সেক্সয়াল ট্রান্সমিটেড রোগগুলোর সচেতনতা বাড়াতে হবে।
♥কিডনির অসুখের চিকিৎসা নিতে হবে।
♣ ভিটামিন সি ও স্টোবিরি জাতীয় খাবার খেতে হবে,এতে ইউরিনারি ট্রাকে এন্টিসেপটিক হিসাবে কাজ করে।
♥পিউবিক হেয়ার নিয়মিতি রিমুভ করতে হবে।
♥আন্ডার ওয়ার নিয়মিত পরিস্কার করতে হবে।
♥টাইট জিন্স প্যান্ট দীর্ঘসময় পড়া পরিধান করতে হবে।
♥দীর্ঘদিন যাবৎ হেমায়িত মাংস খাওয়া পরিহার করতে হবে
♥নিয়মিত গোসল করতে হবে।
♥ইত্যাদি

#রেফারেন্স : Kaplan Medical Guide,USMALE prepare guide, Davidson's Medicine,Bailey love.

#সবাইকে অসংখ্যা ধন্যবাদ, শুভ কামনা রইল!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!