এক বালক ছিল, যে বাঁশের তৈরী একটি বাকের মাধ্যমে দুই পাশে দুই টা পাত্রে পানি ভর্তি করে নিয়ে সে তার মনিবের কাছে যেত। এখন ওই বালক টি যে পাত্র দু টি করে পানি নিয়ে যেত তার মধ্যে একটি পাত্রের মাঝে একটি ছোট্ট ছিদ্র ছিল। যার কারণে যখন সে পানি নিয়ে যেত তখন ঐ পাত্র থেকে অল্প অল্প করে পানি পড়ে যেত। ঐ বালক টির খুব মন খারাপ হতো কারণ তার যে পাত্র দু টি ছিল তার একটা ছিল পারফেক্ট আর অন্য টি তার বিপরীত। তাই সে মন খারাপ করতো আর বলতো, আমার একটায় কাজ শুধু পানি নিয়ে যাওয়া তাও ঠিক মতো করতে পারি না। বালকটির মন খারাপ দেখে ঐ ভাঙা পাত্র টি একদিন বলেই বসলো,
আমি তোমার কাছে খুব লজ্জিত কারণ তুমি এত কষ্ট করো তারপর শুধু আমার জন্য তুমি তোমার মনিবের নিকট পুরো পাত্র টি জুড়ে পানি পৌঁছে দিতে পারো না। আমার কারণে তোমার মনিব তোমার উপর হয়তো খুবই বিরক্ত বা ঈর্ষান্বিত।
তখন বালকটি বললো, তুমি এই ভাবছো? তুমি কি জানো তোমার যে এই ছোট্ট একটি দুর্বলতা এটা আমি আগে থেকেই জানতাম।ভাঙা পাত্র টি তো তখন অবাক হয়ে বালকটির তাকিয়ে আছে। তুমি এসইব কি বলছো?
তখন বালকটি আবার বললো, আগামীকাল যখন আবার পানি নিয়ে যাবো তখন তুমি শুধু রাস্তার তোমার দিকটা খেয়াল করবে আর ভালো পাত্র টি তার দিক তা খেয়াল করবে কেমন? তখন পাত্র দুটি সম্মতি দিলো এবং বললো আচ্ছা তুমি যা বলছো তাই করবো।
আগামীকাল:-
পাত্র ভর্তি পানি নিয়ে বালক টি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো তখন ভাঙা পাত্র টি খেয়াল করলো যে রাস্তার যে পাশ দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই পাশে ছোট ছোট অনেক ফুল গাছ। কিন্তু ভালো পাত্রটির দিকে ঐ ফুল গাছ নেয়।
তখন বালক টি বললো তোমার যে একটি ছোট্ট দুর্বলতা আছে আমি তা আগে থেকেই জানতাম। তাই আমি তোমার পাশ টা তে কিছু ফুলের বীজ বপন করে দিয়েছিলাম। কারণ যখন পানি নিয়ে যায় তখন পানি পরে সুন্দর সুন্দর ফুল হয়। এবং আমি প্রতিদিন রাতের বেলা আমি ফুল গুলো নিয়ে আমি আমার মনিবের ঘরে রেখে আসি। আর আমার মনিব প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে ঐ ফুল গুলো দেখে। এবং তুমি ভাবতেই অবাক হবে যে তুমি তোমার নিজের অজান্তে আমার মনিব কে কত তা খুশি করেছো ! আর এর জন্য আমার মনিব আমাকে অনেক অনেক বড় উপহার ও দিয়েছেন।
তোমরা কি কেউ বলতে পারবে এই গল্প টার সারাংশ টা কি?
না থাকে আমিই বলে দিচ্ছি.
আমাদের প্রত্যেকেরই ছোট ছোট অনেক দুর্বলতা থাকে, যা আমরা নিজেরাও জানি না বা কল্পনাও করতে পারিনা। কিন্তু অনেক সময় এই ছোট্ট দুর্বলতা থেকে এমন বড় কিছু হয় যা আমরা ভাবতেই পারি না।
আমরা কিন্তু সকলেই মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দিকে ঘাটতি বা দুর্বলতা আছে। যেই দিন ঐ ভাঙা পাত্র টার মতো আমরা কি ভালো কাজ করতে পারি তা খুঁজে বের করতে পারবো বা আমাদের জীবনে যদি ঐ বালকটির মতো কোনো মাস্টার থাকতো, যে আমাদের দুর্বলতা কে ধরিয়ে দিয়ে বলবে তুমি তোমার এই দুর্বলতা দিয়ে এই ভালো/বড় কাজটা করতে পারো। সেই দিন আমরা আমাদের দুর্বলতা দিয়ে এমন কিছু বড় বড় কাজ করে ফেলবো যেটা আমরা নিজের বুজতে পারবো না।
হয় ভাঙা পাত্রের মতো তুমি তোমার দুর্বলতা কে খুঁজে বের কর। আর না হয় বালকটির মতো কোনও মাস্টার বা কোনো মানুষ কে খুঁজে বের কর। যে তোমার দুর্বলতা কে কাজে লাগানোর 'সু'পথ কোনটা বলে দিতে পারবে।