আমি তো বুঝতে পারছিনা, নিচু তলার কর্মীদের পিটিয়ে লাভটা কি হচ্ছে? তারা তো বেশীরভাগই না বুঝেই অনেক কিছু বলে/করে। আসল গোদা বিষফোড়া তো সেই সুবিধাবাদী নেতাগুলো যারা বলে উস্কেছিল...
"হাত-পা-ঠ্যাং ভেঙ্গে দেব", "আগুনে পুড়িয়ে দেব", " আপনার মেয়ে বৌ কে দেখার লোক থাকবেনা!" , " যারা বিরোধিতা করবে, তাদের লাশের ওপর দিয়ে এন আর সি হবে!"। তাদের কোন দোষ নেই? সব ধোয়া তুলসীপাতা? সব দোষ , কম বোঝা অন্ধের মতো ঐ ন্যাতাগুলোকে অনুসরণ করা নিচু তলার কর্মীদের? ঐ ন্যাতাগুলো ধর্না নাটক করার সুযোগ পেয়ে গেল এভাবে! ওদের কিচ্ছু যায় আসে না ওদের দলের কারোর প্রাণ গেলে, পুরোটাই নাটক আর অভিনয়ের স্ক্রিপ্ট। আর এদিকে যত কষ্টে ভুগছে নীচু তলার কর্মীরা। যা ঘটছে, তার বেশীরভাগই ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করে রাজনৈতিক পার্টির ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। আসলে অনেকেই এই সুযোগের অপেক্ষায় ছিল, এখন তার সদ্ব্যবহার করছে আর রাজনৈতিক নেতাগুলো বাইরে থেকে এসে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটছে মানুষের প্রাণ নিয়ে খেলে অভিনয়, নাটক করে। বড় সমস্যার সমাধান করার চেষ্টা করুন, ছোট সমস্যা যাদের চোখ বন্ধ তাদের নয়। সাবধান থাকুন। Be vigilant, Do not get provoked. 👍
#WestBengal #WestBengal2021 #WestBengalDoesNotNeedPresidencialRule 👎 #FakeNewsviolence