Weekly news।। সপ্তাহের সাড়া জাগানো সংবাদ

in win •  6 years ago  (edited)

This weekend we organized our weekend trending topics. Let's take a look at what's been a response this week

'Sanju' movie poster teaser has thrown a cry, Ranbir starts the debate from the film's beginning. But on April 24, after the afternoon of April 24, when Sanjay Dutta's biography of "Sanju" movie poster and trailer was released, the eyes of the audiences is beautiful! Who is shown on the screen! Ranbir Kapoor was so extraordinary that he could make a mistake if he did not take good care of him. So much match! Such a great way to enter Sanjay's character! So, after Teesar's release, Ranbir floated in praise. Fox Star India official page teaser has seen about 3 million times! Apart from Ranbir, the film has also starred Paresh Rawal, Manisha Koirala, Sonam Kapoor, Dia Mirza, Anushka Sharma and Karishma Tanna. Binod Chopra and Rajkumar Hirani Films have produced the film with Fox Star Studios. If everything is okay, Sanjay Dutt's biopsy will be released on June 29.

The 2019 World Cup Fixation: India and South Africa will face the opening day of the World Cup starting May 30 next year. India-Pakistan match on 16 June, Old Trafford. The ICC Executive Committee approved the World Cup schedule in England in 2019. In the first round, every team will play against each team in the league manner. Meanwhile, the ICC website has released a draft schedule approved by the executive committee, Cricket website Cricinfo. If this list is final, Bangladesh will play the first match of the 2019 World Cup on 2 o'clock in Oval, against South Africa. The next 5 June, against New Zealand at the same venue. In the preliminary stage, Bangladesh will play a single day-night match, against the Qyu. On June 8, 'Pya Venu' will play against Bangladesh in Cardiff Bangladesh. Sri Lanka in Bangladesh in Bristol on June 11th. Mashrafeera will play against West Indies at Tonto on June 17. After playing with Australia in Trent Bridge on June 20, Bangladesh will get Afghanistan in Southampton on 24 June. The two rival of the subcontinent, India-Pakistan, is getting Bangladesh to the end of the initial phase. Bangladesh will fight in the last match against India in Birmingham on July 2. The first semi-final of the 9th Manchester World Cup, July 11, the second semi-final in Birmingham. The final on 14 July at Lord's.

University students in the discussion stuck in exceptional protest: The university students of Uttara University started an exceptional protest in protest of sexual harassment of a female student. The remaining students of the university The students of the Turag Paribahan bus stuck a few buses, angry schoolmates angry. At the same time, they took positions on the road with placards hand-written in different writers against sexual harassment. They stuck 35 buses of Turag Paribahan on Sunday in front of House Building on Sunday noon. On Sunday, when the buses of Abdullahpuragami Turag Paribahan reached Jatrabari, they stopped them. By placing bus passengers on another bus, the driver forced them to live near their campus and took away the keys of the bus. Turag Paribahan bus stand in front of the Kuwaiti-Bangladesh Friendship Hospital in Uttara near this afternoon. At one stage, the movement of about 250 people of Turag Paribahan was stopped. Finally Uttara East Police Station arrested three bus drivers and assistants and brought the situation under control. This whole incident is well-publicized, including social media.

The Prime Minister replied to the letter of second class Senguti: In response to a letter written by Prime Minister Sheikh Hasina, the second-grade student Syeda Ronak Jahan Seanjuti said. In Narayanganj Sonargaon Upazila Mogra Para village with his parents, he lives with his parents. The letter from Sejunuti and the Prime Minister is now viral on social media Facebook. In his letter to the Prime Minister, in his letter, Segunita wrote, "I am not good to lose Grandfather. Your face is like my grandfather's face. Especially your nose is like my grandfather's nose. So i love you so much When I see you on TV, I remember my grandfather. "The letter also invited the Prime Minister to go to her house. The Prime Minister answered the letter after receiving the letter from Sejunoti. The Prime Minister said, 'You got your written letter. Take my affection and greetings. Hope you're very good with your parents, friends. I've read your letter several times. I prayed for your grandfather. Make your grandfather a great god, Allah Almighty, heaven! You will be studying carefully and going to school. Parents will listen and serve the country as grown up. I sent a picture of you for me. There are many prayers and blessings. '

Eighteen lines to get Avengers Movie Tickets: There were not many scenes seen in the theaters in Bangladesh, which was seen on Thursday in the capital city of Panthapath in Bashundhara city's Star CinePlace. Audiences: Infiniti War, a new response to the series of 'Avengers' series, to raise the advance ticket to see the audience from the morning got the line from the morning. This line has come to the road from the eight storages of Star CinePlace. This incident and ticket line video has already been viral in social media. This movie trailer has broken the record for most of the time in the shortest time. Only 24 hours this movie trailer has seen 23 million!

Photo source:

If you like this article, tap the 'Sh* item
are' button above and share it with Facebook!1. item

by RAAD | 27th April, 2018
871

Data charges may apply

সপ্তাহের সাড়া জাগানো সংবাদ
সপ্তাহের ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আমাদের এই সাপ্তাহিক আয়োজন। চলুন দেখে নেয়া যাক এ সপ্তাহে কী কী টপিক সাড়া জাগালোঃ
‘সঞ্জু’ মুভির পোস্টার টিজারে শোরগোল ফেলে দিলেন রনবীরঃ ছবিটির শুটিংয়ের শুরু থেকেই বিতর্ক শুরু। তবে গত মঙ্গলবার ২৪শে এপ্রিল দুপুরের পর যখন সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি “সঞ্জু” মুভির পোস্টার ও ট্রেইলার মুক্তি পেল, দর্শকের চোখ তো ছানাবড়া! পর্দায় এ কাকে দেখা যাচ্ছে! রনবীর কাপুর এতোটাই অসাধারণ ছিলেন টিজারে, যে ভালোমত খেয়াল না করলে অনেকেই তাকে সঞ্জয় দত্ত ভেবে ভুল করতে পারেন। এত মিল! এমন অসাধারণভাবে সঞ্জয়ের চরিত্রে ঢুকে যাওয়া! তাই টিজার মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন রনবীর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ফক্স স্টার ইন্ডিয়ার অফিশিয়াল পেজে টিজারটি দেখা হয়েছে প্রায় ৩ কোটিবার! রণবীর ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা ও কারিশমা তান্না। ফক্স স্টার স্টুডিওর সাথে ছবিটির প্রযোজনায় আছে বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি ফিল্মস। সব কিছু ঠিক থাকলে সঞ্জয় দত্তের বায়োপিকটি জুনের ২৯ তারিখ মুক্তি পাবে।

২০১৯ বিশ্বকাপের ফিক্সচার প্রকাশঃ আগামী বছর ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের শুরুর দিন মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত-পাকিস্তান ম্যাচ ১৬ জুন, ওল্ড ট্রাফোর্ডে। আইসিসির নির্বাহী কমিটি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ সূচি অনুমোদন দিয়েছে। লিগ পদ্ধতিতে প্রথম রাউন্ডে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলবে। এর মধ্যেই আইসিসির নির্বাহী কমিটিতে অনুমোদিত খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। এ সূচিটিই চূড়ান্ত হলে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশ একটিই দিবারাত্রির ম্যাচ খেলবে, সেটি কিউদের বিপক্ষে। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। ৯ জুলাই ম্যানচেস্টার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল।

ব্যতিক্রমী প্রতিবাদে বাস আটকে আলোচনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাঃ রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ব্যতিক্রমী এক প্রতিবাদ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বাকি শিক্ষার্থীরা। তুরাগ পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রাখেন হয়রানির শিকার হওয়া শিক্ষার্থীর ক্ষুব্ধ সহপাঠীরা। একইসঙ্গে যৌন হয়রানি বিরোধী বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নেন তারা। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনের সড়কে তুরাগ পরিবহনের ৩৫টি বাস আটকে রাখেন তারা। রোববার যাত্রাবাড়ী থেকে আবদুল্লাহপুরগামী তুরাগ পরিবহনের বাসগুলো উত্তরায় পৌঁছালেই সেগুলো থামিয়ে দেন। বাসের যাত্রীদের অন্য বাসে তুলে দিয়ে চালককে তাদের ক্যাম্পাসের কাছে বাস চালিয়ে নিয়ে যেতে বাধ্য করেন এবং বাসের চাবি কেড়ে নেন। আজ বিকেলের দিকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সামনে সারি বেঁধে তুরাগ পরিবহনের বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে তুরাগ পরিবহনের প্রায় আড়াইশো বাসের চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত উত্তরা পূর্ব থানা পুলিশ অভিযুক্ত তিন বাস ড্রাইভার ও সহকারীকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই পুরো ঘটনাটি বেশ সাড়া জাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র।

দ্বিতীয় শ্রেণীর সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে তার জবাব পেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সৈয়দা রওনক জাহান সেঁজুতি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মোগরা পাড়া গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকে সে। সেঁজুতি ও প্রধানমন্ত্রীর চিঠিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সেঁজুতি তার চিঠিতে লিখে, ‘দাদুকে হারিয়ে আমি ভালো নেই। তোমার মুখ আমার দাদুর মুখের মতো। বিশেষ করে তোমার নাক আমার দাদুর নাকের মতো। তাই আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে টিভিতে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে।‘ সেঁজুতি প্রধানমন্ত্রীকে তার বাসায় যাওয়ারও দাওয়াত দেয় চিঠিতে। সেঁজুতির চিঠি পেয়ে প্রধানমন্ত্রী সে চিঠির উত্তর দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমার লেখা চিঠি পেয়েছি। আমার স্নেহ ও শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তুমি বাবা-মা, বন্ধুদের নিয়ে খুব ভালো আছো। তোমার চিঠিটি আমি কয়েকবার পড়েছি। তোমার দাদুর জন্য দোয়া করেছি। তোমার দাদুকে মহান আল্লাহ রাব্বুল আ’লামীন বেহেশত নসীব করুন। তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং স্কুলে যাবে। বাবা-মার কথা শুনবে এবং বড় হয়ে দেশের সেবা করবে। তোমার জন্য আমার একটা ছবি পাঠালাম। অনেক অনেক দোয়া আর আদর রইল।’

অ্যাভেঞ্জার্স মুভির টিকিট পেতে আটতলা ব্যাপী লাইনঃ বাংলাদেশের প্রেক্ষাগৃহে বহুদিন এমন দৃশ্য দেখা যায়নি, যা গতকাল বৃহস্পতিবার ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেখা গেল। সাড়া জাগানো ‘অ্যাভেঞ্জারস’ সিরিজের নতুন ছবি ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ দেখার অগ্রিম টিকিট সংগ্রহ করার জন্য আজ সকাল থেকে লাইন ধরেছেন দর্শক। এই লাইন স্টার সিনেপ্লেক্সের আটতলা থেকে রাস্তা পর্যন্ত এসে ঠেকেছে। এই ঘটনা এবং টিকেটের লাইনের ভিডিওচিত্র ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই মুভির ট্রেইলার ভেঙ্গে দিয়েছে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিবার ভিউয়ের রেকর্ড। মাত্র ২৪ ঘন্টায় এই মুভির ট্রেইলার দেখা হয়েছে ২৩ কোটিবার!

ছবি সূত্রঃ https://bit.ly/2HqiUi2

এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে উপরের ‘শেয়ার’ বাটন ট্যাপ করে শেয়ার করুন ফেইসবুকে!

এরকম আর্টিকেল আরও পড়তে চান? ক্লিক করুন নীচে।

ইনভাইট করুন, টোকেন জিতুন!

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ!

বিয়ের ছুটিতে মাহিয়া মাহি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!