Many typs man

in working •  7 years ago 

ছবিগুলি একটু মনযোগ দিয়ে দেখলেই বুঝা যাবে, কাজ গুলি কতটা কঠিন। রাস্তার ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময়,আমরা যখন না পারতে মুখে কাপড় দিয়ে চলি,যদিও সেই ডাস্টবিন পার করতে আমাদের অল্প সময় লাগে, কিন্তু ঠিক সেই একি ডাস্টবিন এর ভিতরে স্বাভাবিক ভাবে প্রবেশ করে তারাই সেই ময়লা গুলি পরিস্কারের কাজে নেমে পড়ে।ঘন্টার পর ঘন্টা।
তাদের ও কিন্তু আমাদের মত ভালোলাগা খারাপ লাগাটা আছে।

বিভিন্ন ড্রেইনের দুর্গন্ধ ময়লা পানিতে ও নেমে পড়ে নিমিষেই।

যদি ও অর্থের অভাবে করতে বাধ্য হয় তারা,
কিন্তু তারপরে ও একটা বিষয় লক্ষণীয় আর তা হল, তাদের এই কাজ গুলি করার সাহস আগ্রহ এবং উদারতার বিষয় টা ।
কারন অর্থের অভাবে তো আর, সবার পক্ষে এমন কাজ করা সম্ভবপর নয়।

যদি ও আমাদের জন সাধারনের জন্য তাদের এই কঠিন ত্যাগ এর বিনিময়ে, তাদের পাওনা অনেক অনেক সামান্য বললেই চলে।
যেমন, অর্থ কম তেমনি, আমাদের আশেপাশের এমন অনেকেই আছেন,যারা তাদেরকে একটু অন্য চোখে দেখে,এবং খুব খাটো করে কথা বলে।

আর তারা ও হয়ত চুপ করে শুনে, নিজের মন কে এই বলেই সান্তনা দেয়, থাক থাক মনে ছোট করিসনা এইটাই তোর পাওনা ছিলরে।
আর হয়তো মনে মনে স্বপ্ন দেখে,ইশ! কেউ যদি আমাদের কাজটা নিয়ে আমাদের একটু প্রশংসা করতো, উৎসাহ দিতো।

  • কি অবস্তা হত এই শহরের, যদি তারা কেউ ই, এই অসাধারণ ত্যাগ মুলক কাজে না থাকতো।

  • মন থেকে শ্রদ্ধা জানায় এই সাহসী কর্মী ভাইদের।
    #স্যালুট জানায় তাদের এই সাহসীকতাকে।

  • পারলে তাদের উপকার করবো, আর না পারলে, অন্তঃত আমাদের কারনে তারা যাতে কষ্ট না পায়, সেই বিষয়ে খেয়াল রাখবFB_IMG_1526204683145.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!