WORLD CUP FOOTBALL:- The World Cup Retained Its Attraction in the Argentine Conquest. What Do You Say???

in world •  6 years ago 

ei.2.jpg

বিশ্বকাপ তার আকর্ষণ ধরে রাখলো আর্জেন্টিনার বিজয়ে। আপনারা কি বলেন???

বুকের ভিতর চেপে বসা একটা বিশাল পাথর নেমে গেলো কাল রাতে আমার প্রিয় দলের বিজয়ের মাধ্যমে। সত্যি অনেক বেশি টেনশন এ ছিলাম কাল ম্যাচ শেষ হবার আগ পর্যন্ত.....
মেসি ,রহো সাথে আর্জেন্টিনার পুরা টীম কে ধন্যবাদ জানাচ্ছি শুধু হিগুয়াইনকে ছাড়া. কাল ও হিগুয়াইন দলকে ডুবানোর শপথ নিয়ে খেলতে নেমেছিল অনেকটাই গত বিশ্বকাপের ফাইনালটির মতো করেই.

ei.3.jpg

আর্জেন্টিনার এমন বিজয়ের রাতে কে কে সাক্ষী হিসেবে বিনিদ্র রজনী কাটিয়েছেন?
আমরা কিন্তু ম্যাচ শেষ হবার পরেই আনন্দ উৎসব করেছি রাস্তায় রাত তিনটা পর্যন্ত.......
আর্জেন্টিনার জয়ের মাধ্যমে বিশ্বকাপ তার আকর্ষণ ধরে রাখলো। কারণ বিশ্বে যারা ফুটবল খেলা দেখে তাদের ভিতর অর্ধেক মানুষ আর্জেন্টিনার খেলার অন্ধ ভক্ত। বাকি অর্ধেক সাপোর্টার অন্যান্য দলকে।

ei.4.jpg

বি.দ্রঃ- আর্জেন্টিনা ছাড়া ফুটবল অনেকটাই লবন ছাড়া তরকারির মতো.
আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু........

PHOTO:- COURTESY OF ONLINE.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Without messi Argentina is minnow like they playing on this world cup.