মুম্বাই... ২৭ এপ্রিল..২০২৩
বৃহস্পতিবার মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের স্তূপে অন্তত চারজন আহত হয়েছেন..... মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ব্রেক ফেল করার পর একটি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি শুরু হয়। ট্রাক ঘটনাক্রমে অন্তত 12টি যানবাহনকে আঘাত করে৷
মহারাষ্ট্রের খোপোলির কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় সাত থেকে আটটি গাড়ি একে অপরের সাথে ধাক্কা লেগেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ওপর ছিন্নভিন্ন ও বিধ্বস্ত গাড়িগুলো একটি অ্যাম্বুলেন্সের ভেতরে বসে থাকা আহত ব্যক্তিদের সঙ্গে।
এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের কেউই বড় কোনো আঘাত পাননি।
এই মাসের শুরুতে, মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি স্থির ট্রাকে তাদের গাড়ির ধাক্কায় চারজন নিহত হয়।
প্রাথমিকভাবে মনে হচ্ছে গাড়িটি দ্রুত গতিতে চলছিল। এটি প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। গাড়ির চার আরোহী আহত হয়েছে.. একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন।