ভালবাসার শেষ পরিণতি
বর্তমান সময়ের ভালোবাসা এক অন্ন পরজাই চলে গেছে । বর্তমান সময়ের ভালবাসা মানে মাস্তি করা লাইফটাকে ভাল মত মজা করা আর শেষমেশ বেশি টাকা পইসার মালিক কে বিয়া করা । এটাই হচ্ছে ভালবাসার নমুনা । আবার কেউ কেউ প্রেম ভালোবাসা করে জীবনটাই শেষ করে ফেলতেছে । এমন মানুষ ও আছে । যারা সারাদিন নিজের ভালবাসার মানুষকে নিয়া ভাবে এবং সব কিছু করতে রাজি । কিন্তু ভালবাসার মানুষটা তুমাকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা একদম ভাবি না । সব সময় পাগলের মত মানুকে ভালবাসলে ভালবাসার মানুষকে পাওয়া যাই না । আপনি যদি সত্যি সত্যি আপনার ভালোবাসার মানুসকে পাইতে চান তাহলে আবেগ দিয়া নই বিবেক দিয়া ভালবাসুন । এবং কখনও সামনা সামনি আবেগ প্রকাশ করবেন না । আপনি যদি আবেগ প্রকাশ করেন তাহলে আপনাকে অনেকটা দূর্বাল ভাবতে পারে , এবং আপনাকে গুরুত্ব দিতে কম করে দিবে ।
জীবনে অনেক প্রেমিক দেখেছি , সবাই একই উদ্দেশ্য নিয়া প্রেম করে । দিন শেষে ফুর্তি । এবং সময় পার হইয়া গেলে ছুড়ে ফেলে দেওয়া এটাই হচ্ছে মানুষের ভালোবাসা । ভালবাসার নামে যতসব অপকর্ম চলে । আপনার শরীরের সব কিছু ভোগ করে নিবে এই ভালবাসার প্রসূতি দিয়া আপনি নিজেই ভাবতে পারবেন না। তবে এটা সবার মাঝেই বিদ্ধমান এখন কেউ কোন কিছু মনে করে না। নিজের চাহিদা পুরন করতে সবাই এই রাস্তা টাই বেছে নেই । তবে এই এইসময় সব কিছুর প্রয়োজন আছে ।
এর সুবিদাও আছে আবার খতিও আছে । সুবিদা হল । একটি মানুষ যখন পূর্ণরূপে প্রেম করে তখন তার মন মানিসকতা খুব ভাল থাকে । সব কিছুই আনান্দর সাথে করে । কাজ কিন্তবা পড়াশুনার মাঝে কোন বাজে চিন্তা থাকে না । শরীর সুস্ত থাকে মন ভালথাকে এটাই তো মানুষের প্রয়োজন । সব কিছুই আনান্দর সাথে শেষ করা যাই ।
সুতরাং জীবনে ফুর্তি করাই প্রথম উদ্ধেশ এবং সময় হলে সময় মত নিজের মত করে বিয়া করে নিয়া । এর বেশি কিছু মানুষ আর ভাবে না । মানুষের সময় ভালমত পার হইয়া গেলে আর কি চাই মানুষ । এটাই সত্যি । ভালবাসার কোন মূল্য নাই শরীরের চাহিদা ছাড়া । সবাইকে অনেক ধন্যবাদ ।
you are absolutely right brother.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you so much broo
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit