মোবাইল কোম্পানির প্রতারণা

in writing •  7 years ago 

কিছুদিন আগে রবি সিমে টাকা রিচার্জ করি । দেখি ব্যাল্যান্স জিরো। আবারো রিচার্জ করি এভাবে আমার একশ টাকা কেটে নিল।

অন্য সিম দিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে ১০০ টাকা লোণ নেওয়া ছিল । সিমটি কিছুদিন রেখে আবারো রিচার্জ করলে একই কাহিনী ঘটলো । অথচ আমি কোন লোণ নেইনি।আবারও ১০০ টাকা নিয়ে গেলো। অন্য আর একটি সিমে আমি আরেকদিন

৩৫ টাকা রিচার্জ করি, দেখি কমবো প্যাকেজ চালু হয়ে গেলো । কোন পারমিশন চাইল না।এভাবে প্রতিনিয়ত রবি কম্পানি মানুষের

সাথে প্রতারণা করে চলেছে । যেন কোন অবিভাবক নাই এই সব কম্পানি গুলোর উপর । নিন্দা জানাই এভাবে মানুষের সাথে

প্রতারণা করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রবি থেকে গ্রামিনফোন আর বড় প্রতারক

nice post i like very much up vote please thanks.

5.36% @pushup from @desh2

  ·  7 years ago Reveal Comment

You got a 4.57% upvote from @nado.bot courtesy of @desh2!

Send at least 0.1 SBD to participate in bid and get upvote of 0%-100% with full voting power.

Release the Kraken! You got a 3.09% upvote from @seakraken courtesy of @desh2!