অপেক্ষা
কেউ একজন আমায় প্রশ্ন করলো-
"তুমি রোজ নিয়ম করে এখানে আসো কেন ?"
আমি উত্তরে তাকে বললাম -
" আমি কারও জন্য অপেক্ষায় আছি !"
সে আবারও আমায় প্রশ্ন করলো -
" যার জন্য অপেক্ষায় আছো সে কি আসবে ?"
আমি আবারও তাকে উত্তর দিলাম -
" সে আমাকে বলেছে, সে আসবে !"
উত্তর শেষ হতে না হতেই আবারও প্রশ্নের বাণ -
" যদি সে না আসে ?"
আবারও আমার উত্তর -
" যদি সে না আসে একেবারে চলে যাবো আমি
আর কোনদিন ফিরে আসবোনা এ পথে !
যদি সে একটিবার আসে এ পথে,
আর আমাকে যদি না পায় ?
তাই রোজ এখানে তার অপেক্ষায় থাকি !"
প্রশ্ন কর্তা প্রশ্নের ছলে আমায় শুধালো -
" তোমার কি আর কোন কাজ নেই ?"
আমি উত্তরের ছলে তাকে বললাম -
" তার জন্য অপেক্ষা ছাড়া আমার আর কোন কাজ নেই !
আবার প্রশ্ন, " তোমার ক্লান্তি লাগে না ?"
আবার উত্তর, " আমি হতাশ নই !
তাই আমার ক্লান্তি লাগে না ।"
প্রশ্নকর্তা হতাশ হয়ে চলে গেল অথচ আমি আশাবাদী !
রোজ কত মানুষ আসে - যায় এ পথে !!
শুধু আমার অপেক্ষার মানুষটি আসেনা !!!
Waiting
Someone asked me -
"Why do you come here every day?"
I replied to him -
"I'm waiting for someone!"
He asked me again -
"Will the one you are waiting for come?"
I again replied to him -
"He told me, he will come!"
Before finishing the answer, the question arrow again -
"What if he doesn't come?"
Again my answer -
"If he doesn't come, I'll leave
I will never come back this way!
If he once comes this way,
And if you don't get me?
So I wait for him here every day!"
The questioner corrected me in the guise of a question -
"Don't you have any other work?"
I said to him in the guise of reply -
"I have nothing to do but wait for him!
Again the question, "Don't you feel tired?"
Answer again, "I am not disappointed!
So I don't get tired."
The questioner left disappointed, but I am hopeful!
How many people come and go this way every day!!
Only my waiting man does not come!!!
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit