অপেক্ষা

in writing •  2 years ago  (edited)

অপেক্ষা

i-am-waiting-for-you-ringtone.jpg

কেউ একজন আমায় প্রশ্ন করলো-
"তুমি রোজ নিয়ম করে এখানে আসো কেন ?"
আমি উত্তরে তাকে বললাম -
" আমি কারও জন্য অপেক্ষায় আছি !"
সে আবারও আমায় প্রশ্ন করলো -
" যার জন্য অপেক্ষায় আছো সে কি আসবে ?"
আমি আবারও তাকে উত্তর দিলাম -
" সে আমাকে বলেছে, সে আসবে !"
উত্তর শেষ হতে না হতেই আবারও প্রশ্নের বাণ -
" যদি সে না আসে ?"
আবারও আমার উত্তর -
" যদি সে না আসে একেবারে চলে যাবো আমি
আর কোনদিন ফিরে আসবোনা এ পথে !
যদি সে একটিবার আসে এ পথে,
আর আমাকে যদি না পায় ?
তাই রোজ এখানে তার অপেক্ষায় থাকি !"
প্রশ্ন কর্তা প্রশ্নের ছলে আমায় শুধালো -
" তোমার কি আর কোন কাজ নেই ?"
আমি উত্তরের ছলে তাকে বললাম -
" তার জন্য অপেক্ষা ছাড়া আমার আর কোন কাজ নেই !
আবার প্রশ্ন, " তোমার ক্লান্তি লাগে না ?"
আবার উত্তর, " আমি হতাশ নই !
তাই আমার ক্লান্তি লাগে না ।"
প্রশ্নকর্তা হতাশ হয়ে চলে গেল অথচ আমি আশাবাদী !
রোজ কত মানুষ আসে - যায় এ পথে !!
শুধু আমার অপেক্ষার মানুষটি আসেনা !!!

Waiting
Someone asked me -
"Why do you come here every day?"
I replied to him -
"I'm waiting for someone!"
He asked me again -
"Will the one you are waiting for come?"
I again replied to him -
"He told me, he will come!"
Before finishing the answer, the question arrow again -
"What if he doesn't come?"
Again my answer -
"If he doesn't come, I'll leave
I will never come back this way!
If he once comes this way,
And if you don't get me?
So I wait for him here every day!"
The questioner corrected me in the guise of a question -
"Don't you have any other work?"
I said to him in the guise of reply -
"I have nothing to do but wait for him!
Again the question, "Don't you feel tired?"
Answer again, "I am not disappointed!
So I don't get tired."
The questioner left disappointed, but I am hopeful!
How many people come and go this way every day!!
Only my waiting man does not come!!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!