ছোটবেলায় কালবৈশাখীর সাঁঝে আম কুড়ানোর মজা

in writing •  10 months ago 

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLmUrLV5fZfTQdG1rZMgXrDAFN7f4xDx432hbk8hDcGCAiaeKRfnKoV1ZHGWhDuUk7VRZhagtfZKoUPDKYidhg19eWjbFaWdVg.jpg
চৈত্র মাস শেষ হতে চললো । আর দিন কতক পরেই নববর্ষের সূচনা । বৈশাখে মাসে হঠাৎ হঠাৎ যে তীব্র ঝড় ওঠে তার নামই "কালবৈশাখী" । বৈশাখের তীব্র গরমের কোনো এক দিনের অপরাহ্ন বেলায়, সাঁঝের বেলায় বা গভীর রাতে হঠাৎ তীব্র ঝড় ওঠে । ক্ষণিকের এই ঝড়ে তছনছ করে দিয়ে প্রকৃতি । ঝড়ের সাথে শুরু হয় কখনো সখনো মুষলধারে বৃষ্টি । এই ঝড় প্রকৃতিতে কিছুটা লন্ডভন্ড প্রভাব ফেললেও মোটের উপর বেশ কিছুক্ষণের জন্য স্বস্তিদায়ক আবহাওয়া এনে দেয় । তীব্র, ভ্যাপসা গরম থেকে অন্তত কয়েকটি ঘন্টার জন্য মুক্তি মেলে এই কালবৈশাখীর জন্য ।

আমাদের ছোটবেলায় কালবৈশাখী ঝড়কে মোটেও ভয় পেতুম না । ঝড় বরং আমার সব সময়ই বেশ পছন্দের ছিল । ঝড়ের আগে আকাশ কালো মেঘে ঢেকে চারিদিক অন্ধকার করে যাওয়া, হঠাৎ বাতাস পড়ে গিয়ে চারিদিকে থমথমে প্রকৃতির রূপ দেখতে আমার দারুন ভালো লাগে । এই সময়টাতে পাখিরা প্রাণপণে ডানা ঝাপটে ঝাপটে আর কুলায় ফেরে । আসন্ন ঝড়ের হাত থেকে তাদের খড়-কুটোর বাসা বাঁচানোর তাগিদে তারা যত দ্রুত সম্ভব কুলায় ফেরার চেষ্টা করে । আসন্ন ঝড়ের ব্যাপারটা টের পায় কীভাবে যেন পাখিরা, তীব্র স্বরে তাই চিৎকার করতে থাকে তারা ।

বৈশাখে আমগাছের ডালে আমের মুকুল থেকে কেবলমাত্র কচি কচি আম গজায়, এই কচি আমকে বলে আমের গুঁটি । এই সময় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে আমের গুঁটি গাছ থেকে ঝরে পড়ে । এই আমের গুঁটি কুড়ানোর মধ্যে দারুন এক উত্তেজনা কাজ করতো আমাদের ছোটবেলায় ।

যদি কালবৈশাখী অপরাহ্ন বেলায় হতো, তাহলে আমরা বিকেলবেলায় বন্ধুরা সবাই দলবেঁধে আম কুড়োতে যেতুম । এই সময় আম কুড়োনো নিয়ে কাড়াকাড়ি, ঝগড়াঝাঁটি এমনকি মারামারি পর্যন্ত হয়ে যেত । সন্ধ্যে অব্দি চলতো আমাদের আম কুড়োনোর মিশন । এরপরে কুড়োনো আমের আঠার থেকে বাঁচতে ভালো করে জলে কচলে কচলে ধুয়ে নিয়ে আমরা সবাই মিলে চলে যেতুম পুকুরপাড়ের বাঁধানো ঘাটের কাছে । ঘাটে বসে যে যার ঝিনুক বের করতাম আর আমের গুঁটির ছাল ছাড়িয়ে নুন লঙ্কা মাখিয়ে উস উস করে নালে ঝোলে ভীষণ টক সেই কাঁচা আম গপাগপ করে খেয়ে নিতাম ।

আবার কালবৈশাখী ঝড় যদি সন্ধ্যা বা রাত্তিরে হতো তখন আমরা সারা রাত ধরে ছটফট করতে থাকতুম যে সকালে ঘুম থেকে উঠেই কখন আম কুড়োতে যাবো । কালবৈশাখীর পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠেই ছুটতাম আমগাছের তলে । গিয়ে দেখতুম রাশি রাশি আমের পাতার মধ্যে এখানে সেখানে সদ্য কাদা কাদা মাটির উপরে পড়ে রয়েছে আমের গুঁটি । শুরু হয়ে যেত সেগুলো সংগ্রহের দারুন এক প্রতিযোগিতা । আর এক প্রস্থ ঝগড়া, মারামারি হতো বন্ধুবান্ধবদের মধ্যে । তারপরে স্কুল থেকে ফিরেই অমনি পুকুরঘাটে চলে যেতুম কুড়োনো আম নিয়ে । আর তারপর ? তারপরে কি হতো তা আগেই বলেছি ।

------- ধন্যবাদ -------
পরিশিষ্ট

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!