বাংলাদেশে কমপ্লিট শাটডাউনের প্রভাব "আমার বাংলা ব্লগ" কমিউনিটি এবং স্টিমিটে

in writing •  2 months ago 

ভারতের প্রতিবেশী ছোট্ট দেশ বাংলাদেশ । শান্ত বাংলাদেশ হঠাৎই অশান্ত আর উত্তাল হয়ে উঠেছে । বিগত বুধবার থেকে বাংলাদেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের আপামর ছাত্রসমাজ মাঠে নেমে প্রতিবাদমুখর হয়েছে । দাবি তাদের একটাই - "বাংলাদেশের বিতর্কিত কোটা আইন সংস্কার" । বর্তমানে বাংলাদেশের শিক্ষা ও চাকরিক্ষেত্রে মেধাভিত্তিক মাত্র ৪০ শতাংশ আর কোটা ভিত্তিক ৬০ শতাংশের আইন চালু রয়েছে । ফলে, মেধাবী শিক্ষার্থী আর যোগ্যতম চাকরিপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন ।

এরই প্রতিবাদে গর্জে ওঠে বাংলাদেশের ছাত্র সমাজ । ন্যায্য দাবির পক্ষে আন্দোলনরত ছাত্রদের উপর অমানবিক আর নৃশংস অত্যাচার শুরু করে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ছাত্র-সংগঠন ছাত্রলীগ এবং পুলিশবাহিনী । রাজধানী ঢাকা সহ বাংলাদেশের প্রায় সর্বত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ছাত্রসমাজ । পুলিশ আন্দোলনরত ছাত্রদের উপর লাঠিচার্জ করে, সেই সাথে টিয়ার গ্যাস আর রাবার বুলেটও ছোঁড়ে । ছাত্ররাও পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে । এই ভীষণ সংঘর্ষে প্রায় ১০৫ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান ।

লাঠি ও বন্দুকের নলের মুখে এই তীব্র আন্দোলন কোনোভাবেই প্রশমিত না করতে পেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করে সরকার । সেই সাথে মোবাইল নেটওয়ার্কও 2G করে দেওয়া হয় । প্রায় সঙ্গে সঙ্গে "আমার বাংলা ব্লগের" স্টিমিট কমিউনিটি এবং ডিসকোর্ড কমিউনিটিতে ইউজার এনগেজমেন্ট ৯৮% ড্রপ করে । প্রসঙ্গতঃ উল্লেখ্য যে "আমার বাংলা ব্লগ"-এর মোট ইউজারদের মধ্যে ৯৬% ইউজারই বাংলাদেশী ।

এমতবস্থায় "আমার বাংলা ব্লগ" বন্ধ হওয়ার উপক্রম হয়েছে । কমিউনিটির ডিসকোর্ড সার্ভার এখন ভুতুড়ে অবস্থায় উপনীত হয়েছে । ভীষণভাবে এনগেজমেন্ট কমে গিয়েছে সবখানে । গত বৃহস্পতিবার থেকে শুধু "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতেই নয় প্রায় সমগ্র স্টিমিটেই "বাংলাদেশের কমপ্লিট শাটডাউনের" প্রভাব পরিলক্ষিত হচ্ছে ।

আসলে এক ধাক্কায় যে কোনো কমিউনিটির ৯৮% এনগেজমেন্ট হ্রাস পাওয়া যে কী সাংঘাতিক সেটা মুখে বলে বোঝানো যাবে না । তাও ৪% ভারতীয় ইউজার আছে বলে কমিউনিটি এখনো বেঁচে আছে মুমূর্ষু অবস্থায় । নইলে এতক্ষণে কমিউনিটি মৃত অবস্থায় উপনীত হতো ।

আশা করছি খুব দ্রুতই বাংলাদেশে ইন্টারনেট চালু হবে, কমিউনিটি আবার হাসি, আনন্দ আর খুশিতে সেজে উঠবে ।

------- ধন্যবাদ -------
01.jfif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!