কিভাবে আপনি ইউটিউব থেকে প্লে বাটন পাবেন ??

in youtube •  11 months ago 

ইউটিউব প্লে বাটন হলো এক ধরনের একটা অ্যাওয়ার্ড , যেটা শুধুমাত্র ভেরিফাইড ইউটিউবারদের দেওয়া হয় , যদি আপনি ইউটিউব প্লে বাটন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন ভেরিফাইড ইউটিউবার হতে হবে আগে , কিভাবে আপনি একজন ভেরিফাইড ইউটিউবার হতে পারেন সে বিষয়ে কিছু নিয়মকানুন নিচের শেয়ার করছি

একজন ভেরিফাইড ইউটিউবার হতে হলে আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই এক লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে , তারমানে আপনি বুঝতেই পারছেন প্রথমে আপনাকে ইউটিউব এ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা লাগবে , তারপর প্রতিদিন সেখানে ভালো ভালো ভিডিও নতুন নতুন টপিকের ভিডিও আপলোড করা লাগবে , এবং একটু একটু করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবেন , যখন আপনার ইউটিউব চ্যানেল ভালো একটা পর্যায়ে চলে যাবে বা 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি ভেরিফিকেশনের জন্য এপ্লাই করবেন , যদি আপনার ইউটিউব চ্যানেল 1 লক্ষ সাবস্ক্রাইবার পার করে ফেলে তাহলে ইউটিউব থেকে আপনার ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাইড করে দেয়া হবে

IMG_4509.jpg

এখন বলি কিভাবে আপনি ইউটিউব থেকে প্লে বাটন পাবেন - যখন আপনার ইউটিউব চ্যানেলে এক লোকের বেশি সাবস্ক্রাইবার হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড হয়ে যাবে তারপরে আপনাকে ইউটিউব প্লে বাটনের জন্য এপ্লাই করতে হবে , তবে ইউটিউব চ্যানেল ভেরিফাই হওয়ার এক মাস পরে এপ্লাই করার মত অপশন দেয় , যখন আপনি প্লে বাটন এর জন্য এপ্লাই করবেন তখন ইউটিউব কর্তৃপক্ষ তারা আপনার ইউটিউব চ্যানেলটা পুনরায় নতুন করে চেকআপ করবে , যদি চেকআপ করার সময় কোন সমস্যা তারা না তাহলে তারা আপনার নামে একটা ইউটিউব প্লে বাটন জেনারেট করবে , এবং সেই পেলে বাটনটা আপনার এড্রেস সেন্ড করে দেবে এবং হাতে পেতে পেতে মোটামুটি এক মাস সময় লাগবে .

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!