বেশ কিছুদিন আগে আমাদের ঢাকায় একটা ইউটিউব কনটেন্ট প্রোগ্রাম অ্যাওয়ার্ড হয়েছিল , যেহেতু আমি একজন ছোটখাটো ইউটিউবার তো সেই হিসেবে আমিও সেখানে দাওয়াত পেয়েছিলাম , সময়টা বেশ ভালই কেটেছিল এবং সেখানে আমার থেকে আরো বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল , এই প্রোগ্রামটা হয়েছিল মিরপুর 1 এ , কিন্তু মজার বিষয় হলো যে আমাকে যখন এড্রেস দিয়েছিল এড্রেসটা দিয়েছিলে হল মিরপুর কাজীপাড়ার অ্যাড্রেস আমি তো ভুল করে মিরপুর কাজীপাড়া চলে গিয়েছিলাম , তারপরে আবার নতুন করে এড্রেস শুনে দেন মিরপুরে এসে তারপরে খুজে বের করেছিলাম , প্রোগ্রামে অনেকগুলো টিভি চ্যানেল ছিল যারা প্রোগ্রামটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রেকর্ড করেছিল
প্রোগ্রামটার একটা পর্যায়ে আমরা যারা কন্টেন ক্রিয়েটর আছি আমাদের সবাইকে কিছু না কিছু বক্তৃতা দেওয়ার কথা বলা হয়েছিল , এই বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সবাইকে বলতে 15-20 জনকে , এবং সুখবর হল যে এই 15-20 জনের মধ্যে আমিও একজন ছিলাম , ইউটিউব অ্যাওয়ার্ড টা পেয়ে বেশ খুশি হয়েছিলাম কারণ অনেকদিন এরকম কোন প্রোগ্রাম বাংলাদেশে হয় না এবং এরকম প্রোগ্রাম হওয়ার আসলে খুবই দরকার