একটি ইউটিউব স্টুডিও বানাতে হলে কি কি লাগবে ??

in youtube •  11 months ago 

আপনি যদি আপনার ইউটিউব ভিডিও বানানোর জন্য একটা ইউটিউব স্টুডিও তৈরি করতে চান তাহলে কি কি লাগবে তা আজকের এই পোস্টের মাধ্যমে আমরা শেয়ার করব ,

ক্যামেরা : একটা ইউটিউব স্টুডিও বানানোর ক্ষেত্রে সবথেকে প্রথম লাগবে হলো আমাদের একটা ক্যামেরা , প্রথম অবস্থায় আমি ক্যামেরা কেনার কথা বলবো না তার কারণ হলো যে সব মানুষেরই বাজেট কম থাকে প্রথম অবস্থায় , ক্যামেরার বদলে আপনি আপনার স্মার্টফোনটি ও কিন্তু ব্যবহার করতে পারেন , তবে অবশ্যই ভালো মানের একটা স্মার্টফোন হতে হবে কিন্তু , যখন আস্তে-আস্তে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে পরবর্তীতে আপনি একটা ভালো ক্যামেরা কিনে নিতে পারবেন , এবং আমি নিজেও এভাবেই করেছিলাম আমি প্রথমে মোবাইল দিয়ে শুট করতাম এবং তারপর যখন আমার ইউটিউব চ্যানেল একটু একটু করে গো করা শুরু করলো , আমি ক্যামেরা কিনেছিলাম |

Screenshot 2024-02-13 at 10.57.54 AM.png

লাইটিং : একটা ইউটিউব স্টুডিও বানানোর সবথেকে গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় হলো লাইটিং , যদি লাইটিং ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি কখনোই ভালো হবে না , তবে প্রথম অবস্থায় আমি বলবো ছোটখাটো কিছু লাইট হলেই চলবে , কারণ খুব বেশি প্রফেশনাল লাইট কিনতে গেলে আপনার অনেক টাকা চলে যাবে , তাই সব থেকে ভালো হয় প্রথম অবস্থায় আপনি দুই অথবা 5000 টাকা দিয়ে রিং লাইট কিনতে পারেন , এই রিং লাইট দিয়ে আপনার মোটামুটি সব কাজ চলে যাবে , তবে 3 মাস 6 মাস কাজ করার পর আপনার কাছে মনে হবে রিং লাইট যথেষ্ট নয় তখন আপনি অবশ্যই প্রফেশনাল লাইট কিনবেন | আমিও প্রথমে 6000 টাকা দিয়ে দুইটি রিং লাইট কিনেছিলাম এবং তারপরে এখন আমি অনেক প্রফেশনাল লাইট ব্যবহার করি |

টেবিল চেয়ার : প্রথম অবস্থায় আমি টেবিল বা চেয়ার কেনার কোন রকম সাজেশন দিব না , কারণ ইউটিউব এ শুরু করার আগে যদি আপনি অনেক বেশি টাকা ইনভেস্ট করেন আর ইউটিউব এর সফলতা না পান তখন আপনি হতাশ হয়ে যাবেন , আমরা চেষ্টা করব যত কম বাজেট দিয়ে আমরা ইউটিউব স্টুডিও টা তৈরি করতে পারি প্রথম অবস্থায় , তাই আপনার বাসা বাড়িতে ব্যবহার করা যে টেবিল আছে বা চেয়ার আছে আপনি সেটা দিয়েই প্রথমে শুরু করুন

IMG_0379.jpg

মাইক্রোফোন : ভিডিও তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিওর অডিও , আর অডিও ভালো করার জন্য আমরা ছোট্ট একটা মাইক্রোফোন ব্যবহার করতে পারি , এখানেও বলবো যে খুব বেশি দামি মাইক্রোফোন এর দরকার নাই মার্কেটে 1000 টাকা হলেই অনেক ভালো ভালো মাইক্রোফোন কিনতে পাওয়া যায় | আমিও এমনটাই করেছিলাম আমি যখন ইউটিউব ভিডিও বানানো শুরু করেছিলাম আমি 1000 টাকা দামের একটা মাইক্রোফোন ব্যবহার করতাম , তবে এখন কিন্তু আমি 26 হাজার টাকা দামের একটা মাইক্রোফোন ব্যবহার করি |

IMG_0382.jpg

এই ছোট্ট ছোট্ট চারটা বিষয় যদি আপনি একটু মাথায় রেখে ইউটিউব স্টুডিও বানান তাহলে আপনি খুব সিম্পল এবং অল্প বাজেটের মধ্যে একটি ইউটিউব স্টুডিও বানাতে পারবেন , এবং সময়ের সাথে সাথে যখন আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে আপনার ইনকাম বাড়বে তখন আপনি একটু একটু করে ইউটিউব স্টুডিওর পিছনে ইনভেস্ট করবেন , যেমন যদি একটা ছোট্ট উদাহরণ দেই আমি যখন ইউটিউব স্টুডিও বানিয়েছিলাম প্রথমে তখন আমি মাত্র 5000 টাকা ইনভেস্ট করেছিলাম , আর এখন আমি যে ইউটিউব স্টুডিও টা ব্যবহার করি এটার পিছনে কম করে হলেও প্রায় 10 লক্ষ টাকা আমার ইনভেস্টমেন্ট আছে , আর তাই বারবার বলছি কম ইনভেসমেন্ট নিয়ে শুরু করা যায় ততই ভালো |

পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন , ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...