Wonderful road view

in zxc •  2 years ago 

হ্যালো সবাই! আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আমি সবসময় আপনাদের সাথে ভাল ভাল কনটেন্ট শেয়ার করি এবং এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন।

ধন্যবাদ সবাইকে!

IMG_20221210_201620.jpg

IMG_20221210_201609.jpg

FB_IMG_1670679450556.jpg

আপনারা ফটোগ্রাফিগুলোতে যেদিন সরি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে একটি অসাধারণ সুন্দর রাস্তা। এই রাস্তাটা এতটাই সৌন্দর্যে যা শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি সুন্দর রাস্তার মধ্যে পড়ে। কেননা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বড় বড় তাল গাছ সারি সারি রয়েছে । আর এই শাড়ি তাল গাছের জন্যই রাস্তাটা আরো বিখ্যাত সুন্দর হয়ে উঠেছে। আমি কিছুদিন আগে এই রাস্তা দিয়ে ভ্রমণ করেছিলাম এবং এর মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি হতভাগ হয়ে যাই। আমি মনে মনে ভাবি এত সুন্দর রাস্তা বাংলাদেশে আছে তা ভাবতেই পারি না।

তাছাড়া এই রাস্তাটিতে লোকজন কম চলে।রাস্তাটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে যা আরো সৌন্দর্য কে বাড়িয়ে তোলে । আপনারা যদি বাংলাদেশী হয়ে থাকেন অবশ্যই এই রাস্তায় আসবেন। আজ আর নয়। পরবর্তী content আবার দেখা হবে এমন সুন্দর সুন্দর content দেখতে হলে আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন

thank-you.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!