Abar Brishti Hobe Song Is Sung by Minar Rahman And Shusmita Anis. Starring: Sunerah Binte Kamal and Khairul Bashar. Music Arrangement And Song Mix And Mastered by Sajid Sarker. Abar Bristi Hobe Lyrics In Bengali Written by Minar Rahman.
Abar Brishti Hobe Song Credits:
- Song: Abar Brishti Hobe
- Singer: Shusmita Anis and Minar Rahman
- Lyrics and Tune: Minar Rahman
- Music Arrangement: Sajid Sarker
- Story & Direction: Nahiyan Ahmed
- D.O.P: Sumon Sarker
- A Flybot Studios Productions
- Label: New Music Paradigm Company
Abar Brishti Hobe Song Lyrics:
হয়তো এক ভোরেকোনো এক বিকেলে
আবার আমাদের দেখা হবে,
গোধূলির আলোয় মুখোমুখি হয়ে
আবার আমাদের কথা হবে।
আবার দু'জনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো ও..
আবার দু'জনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো।
আবার দু'জনে চেনা পথ ধরে
বসন্ত বাতাস মেখে ভাসবো ও..
আবার দু'জনে গলির একোনে ওকোনে
ভালোবাসা মেখে হাসবো ও..
ঘুম ভাঙা শহর দেখবো,
ঘুম ভাঙা শহর দেখবো।।
আমি তোমার মাঝে বৃষ্টি হয়ে
আবার ঝরতে চাই,
আমি তোমার হাতের স্পর্শ হয়ে
আবার বাঁচতে চাই।
Full Lyrics