What is Airdrop explained || Airdrop কি বিস্তারিত আলোচনা

in airdrop •  6 years ago 

What is Airdrop explained || Airdrop কি বিস্তারিত আলোচনা

images.jpeg Source

আসসালামু আলাইকুম, আশা করি আপ্নারা সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

Airdrop কি?

যখন কোনো নতুন Cryptocurrency (Bitcoin, Litecoin বা Ethereum-এর মত) অনলাইনে আসে তখন প্রথমবস্থায় ঐ Cryptocurrency কম দামে তাদের টোকেন বিক্রি করে। (আবার কিছু কয়েন ফ্রিতে দেয়।)

এই সময়ে কারেন্সিটি তাদের ক্রেতা বা users বৃদ্ধি করার জন্য এই অফারটি দেয়। একজন Investor এই সময়ে কয়েনটি Discount Price এ কিনে রাখলে পরবর্তিতে তা বেশি দামে বিক্রি করে আয় করে।

Airdrop এ সাইন আপ এর উপর ফ্রিতে কয়েন দেয়। কিছু ক্ষেত্রে Airdrop-এর অফিসিয়াল Telegram /Facebook /Twitter এ লাইক, ফলো করতে হয়।

বিটকয়েন এর বাজারমূল্য ২০১০ সালে ১ $ এর নিচে ছিল, কিন্তু এখন তা ৭০০০$+। আপনি যদি ৫০-৬০ টা সাইটে ফ্রি কয়েন জমা রাখেন কয়েকশ ডলার অনায়াসে কামাতে পারবেন।

যেহেতু airdrop এ কোনো কাজ নেই দিনে ৫-৭ মিনিট দিলে ই যথেষ্ট। তাই কাজ করে দেখতে পারেন MB 20 এর বেশি লাগবে নানা। ১ দিনে ৫-২৫ MB সব airdrop এ জয়েন করতে লাগবে।

অনেকের মনে কিছু প্রশ্ন জাগতে পারে তার উত্তর:

১. এই কয়েন দিয়ে আমি কি করব?

উত্তরঃ এই কয়েনগুলো আপনি সাইট সম্পূর্ণ লঞ্চ হবার পূর্ব পর্যন্ত জমিয়ে রাখবেন। যখন সাইটগুলি সম্পূর্ণ লাঞ্চ হবে তখন আপনি কয়েনগুলো আপনার Ethereum wallet এ নিতে পারবেন। বেশিরভাগ সাইট Ethereum wallet এ কয়েন পাঠায়, এজন্য Coinbase এর wallet এর পরিবর্তে সবসময় Myetherwallet ব্যবহার করুন।

২. আমি কত টুকু আয় করতে পারব?

উত্তরঃ যেকোন Cryptocurrency এর দাম কয়েকদিন পর কত হবে তা বলা যায় না। ICO চলাকালীন সময়ে যে কয়েন এর দাম $1, ICO পরবর্তি সময়ে তা $5 থেকে $১০০ বা তারও বেশি হতে পারে। উক্ত সাইটগুলো থেকে প্রথমেই $1-$10 পর্যন্ত পাওয়া যায়, এবং ICO শেষ হবার পর তার দাম ৪গুন বা আরো বেশি হতে পারে। (যেমন Bitcoin এর প্রথম মূল্য ছিল ০.০১$ আর এখন এর মূল্য ৭০০০$+) তাহলে বুঝুন কত মূল্য হতে পারে।

৩. আমি কখন কয়েনটা একাউন্টে পাব?

উত্তর: যখন কোনো Airdrop Site শুরু হই তখন থেকে ১/২/৩ মাস পর তারা কয়েনটা আমাদের Myetherwallet এ দিয়ে দেই।

৪. Airdrop কয়েন কখন আমি $ থেকে হাতে তুলব?

উত্তর: এটা আপনার Myetherwallet এ পাওয়ার পর কয়েনটা যখন মার্কেটে আসবে তখন এটা exchange করে টাকাই পরিণত করতে পারবেন।

আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন।

আমার একটা ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ আছে। সেখানে আমি প্রতিদিন নতুন নতুন Airdrop সাইট দিয়ে থাকি। সেখানে জয়েন হতে চাইলে আমাকে ফেসবুকে মেসেজ করুন আমি জয়েন করিয়ে দিব। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।

ফেসবুক প্রোফাইল আমার > https://www.facebook.com/kisijanbrri

সমাপ্তি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Airdrop এ আমি কাজ করতে চায়। আমি ফেসবুকে আপনার সাথে যোগাযোগ করতেছি।

ok telk in facebook.

Congratulations @khairulbrri! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

You published a post every day of the week

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!