প্রাণী জগতে যারা উড়তে পারে তাদের বলা হয় পাখি। আর এই পাখিদের ডানা আছে। সেই ডানা বাতাসে মেলে তারা উড়ে বেড়ায় আকাশে। তবে ব্যাতিক্রমও আছে। ডানা থাকার পরও এমন অনেক পাখিই আছে যারা উড়তে পারে না। তবে পাখিদের যেমন ব্যাতিক্রম আছে মানে ডানা থাকার পরেও যেমন অনেক পাখি উড়তে পারে না তেমনি ব্যাতিক্রম আছে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও। মানে ডানা নেই এমনকি পাখিও নয় তবুও উড়ে বেড়াতে পারে পাখির মতোই। (কি ভাই, মজা লন? ডানা ছাড়া আবার উড়ে কেমনে?!) জানতাম বিশ্বাস হবে না কিন্তু ভাই অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। প্রাণীজগতে এমন অনেক প্রাণীই আছে যারা ডানা ছাড়াই উড়তে পারে প্রায় পাখিদেরই মতো! তো চলুন দেখে নেই এমন ৫টি প্রাণী যারা ডানা ছাড়াই উড়তে পারে...
আমাদের সাইটে দেখতে:
https://www.factsbd.com/টপ-৫/ডানা-ছাড়াই-উড়তে-পারে-যেসব/
Our Website: https://www.factsbd.com
Facebook Page: https://www.facebook.com/factsbdofficial