White Hibiscus flowers

in aoa •  2 years ago 

হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,

আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;



IMG_20221217_105004.jpg

IMG_20221217_195131.jpg

IMG_20221217_195123.jpg

এটি হচ্ছে সাদা জবা ফুল। সাদা জবা ফুল সব ফুলের থেকে আলাদা ও সৌন্দর্যের দিক দিয়েও। জবা ফুল পছন্দ করে না এমন মানুষ কোথাও থাকতে পারে না। জবাফুল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটি খাবার ও খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে। এটি কোমল পানীয় তৈরিতেও ব্যবহৃত হয়। তাই অনেকেই বাণিজ্যিকভাবে জবা ফুলের চাষ করছেন। আর এর পাতা গবাদি পশু ও ছাগলের চর হিসেবে ব্যবহৃত হয়। হিবিস্কাস রোজা-সিনেনসিস খাদ্য এবং খাবারের স্বাদ হিসাবেও ব্যবহৃত হয়। গাছের কচি, কোমল পাতা পালং শাকের মতো চীনে রান্না করে খাওয়া হয়। অন্যত্র সবচেয়ে কোমল পাতা সালাদে কাঁচা রাখা হয়।

এছাড়া এই জবা ফুলগুলো একটি সুন্দর বাগানে আমি দেখছিলাম। ওই বাগানটিতে জবা ফুল ছাড়া অন্যান্য অনেক ধরনের ফুল ছিল । ফুলগুলো খুবই সুন্দর ও চমৎকার ছিল যা আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমি চিন্তা করলাম এই গাছগুলোর যে ফুলগুলো আছে এই ফুলগুলো আমি আমার ক্যামেরা বন্দি করে রেখে দেই। কেননা আপনাদের সাথে আমার প্রতিনিয়ত এই ফটোগ্রাফি শেয়ার করতে হচ্ছে । তাই আর কিছু না ভেবে ফটোগ্রাফি করিনি এবং বাসায় এসে এগুলো সুন্দরভাবে এডিটিং করি । আশা করি আপনাদের এই ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে।


THANK YOU FOR STOPPING BY!




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!