Hindi Literature Terms

in article •  8 years ago 

English Literature><Literary Terms: ১ম কিস্তি
.

.
Climax-- নাটকের শেষ ধাপ বা চরম পর্যায় কে Climax
বলে।
.
ট্রাজেডি নাটক--নাটকের শেষ যদি দুঃখের মাধ্যমে
হয়;তাকে ট্রাজেডি বলে।
.
Protagonist--নাটকের মূল চরিত্র
.
Melodrama-- আবেগপ্রধান নাটক
.
Catastrophe-চরম বিপর্যয়ের সময়।
.
Ballad-গীতি কবিতা;আনন্দদায়ক গান /কবিতাকে
Ballad বলে।
.
Blank Verse-যে কবিতার শেষে ছন্দ থাকে না,তাকে
Blank verse বলে।
.
Limerick--পঞ্চপদী ছড়া/কবিতা
.
Parody--অন্যের লিখিত কোনো কিছু হাস্য-রসাত্মাক
ভাবে গাওয়া বা নকল করা।
.
Dirge--যে গান দুঃখ, অনুতাপ এবং বেদনা প্রকাশ করে
তাকে Dirge বলে।
.
Elegy--যে কবিতায় দুঃখ, অনুতাপ এবং বেদনা প্রকাশ
করে তাকে Elegy বলে।
.
Epic--মহাকাব্য,হিরোয়িক ডিডস।
.
Metaphor--রূপক।
যখন দুটি আলাদা ব্যক্তি/বস্তু/বিষয়ের মধ্যে
কাল্পনিক তুলনা করা হয়,তাকে Metaphor বলে।
.
Example: Meem is a Rose.
উল্লিখিত বাক্যে Meem ও Rose দুটি ভিন্ন
বৈশিষ্ট্যের তাই,এটি মেটাফর
More example for clearance:
Ekram is a bird,Life is a dream
Meem's eyes are my sunshine, The world is a stage
.
Explanation: Ekram ও Bird দুটি ভিন্ন বৈশিষ্ট্যের বা
একই জাতীয় নয়।
জীবন এক জিনিস;ড্রিম অন্য জিনিস
মীমের চোখ এক বৈশিষ্ট্যের আর সানসাইন
অন্যবৈশিষ্ট্যের।
World এক বৈশিষ্ট্যের আর স্টেজ অন্য বৈশিষ্ট্যের।
সুতরাং, এগুলো মেটাফর হবে।
.
Simile--উপমা
মেটাফর বুঝলে,সিমিলি একদম সহজ হয়ে যায়।
অর্থাৎ,মেটাফরের উদা.এর সাথে Conjunction words --
As,Like, as---as,so---as,alike যুক্ত করলেই সিমিলি হয়ে
যায়। মোটকথা,মেটাফরে Conjunction words উল্লেখ
থাকে না;আর সিমিলিতে Conjunction words থাকে।
.
Example: Meem is like a rose.
Ekram is like a bird.
The world is like a stage.
Life is as tedious as an old age.

image

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow! I never knew they were so long in hindi,

thanks bto follow me and more hind