English Literature><Literary Terms: ১ম কিস্তি
.
.
Climax-- নাটকের শেষ ধাপ বা চরম পর্যায় কে Climax
বলে।
.
ট্রাজেডি নাটক--নাটকের শেষ যদি দুঃখের মাধ্যমে
হয়;তাকে ট্রাজেডি বলে।
.
Protagonist--নাটকের মূল চরিত্র
.
Melodrama-- আবেগপ্রধান নাটক
.
Catastrophe-চরম বিপর্যয়ের সময়।
.
Ballad-গীতি কবিতা;আনন্দদায়ক গান /কবিতাকে
Ballad বলে।
.
Blank Verse-যে কবিতার শেষে ছন্দ থাকে না,তাকে
Blank verse বলে।
.
Limerick--পঞ্চপদী ছড়া/কবিতা
.
Parody--অন্যের লিখিত কোনো কিছু হাস্য-রসাত্মাক
ভাবে গাওয়া বা নকল করা।
.
Dirge--যে গান দুঃখ, অনুতাপ এবং বেদনা প্রকাশ করে
তাকে Dirge বলে।
.
Elegy--যে কবিতায় দুঃখ, অনুতাপ এবং বেদনা প্রকাশ
করে তাকে Elegy বলে।
.
Epic--মহাকাব্য,হিরোয়িক ডিডস।
.
Metaphor--রূপক।
যখন দুটি আলাদা ব্যক্তি/বস্তু/বিষয়ের মধ্যে
কাল্পনিক তুলনা করা হয়,তাকে Metaphor বলে।
.
Example: Meem is a Rose.
উল্লিখিত বাক্যে Meem ও Rose দুটি ভিন্ন
বৈশিষ্ট্যের তাই,এটি মেটাফর
More example for clearance:
Ekram is a bird,Life is a dream
Meem's eyes are my sunshine, The world is a stage
.
Explanation: Ekram ও Bird দুটি ভিন্ন বৈশিষ্ট্যের বা
একই জাতীয় নয়।
জীবন এক জিনিস;ড্রিম অন্য জিনিস
মীমের চোখ এক বৈশিষ্ট্যের আর সানসাইন
অন্যবৈশিষ্ট্যের।
World এক বৈশিষ্ট্যের আর স্টেজ অন্য বৈশিষ্ট্যের।
সুতরাং, এগুলো মেটাফর হবে।
.
Simile--উপমা
মেটাফর বুঝলে,সিমিলি একদম সহজ হয়ে যায়।
অর্থাৎ,মেটাফরের উদা.এর সাথে Conjunction words --
As,Like, as---as,so---as,alike যুক্ত করলেই সিমিলি হয়ে
যায়। মোটকথা,মেটাফরে Conjunction words উল্লেখ
থাকে না;আর সিমিলিতে Conjunction words থাকে।
.
Example: Meem is like a rose.
Ekram is like a bird.
The world is like a stage.
Life is as tedious as an old age.
wow! I never knew they were so long in hindi,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks bto follow me and more hind
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit