Banga Kai bolsi

in banga •  5 months ago 

আমার বাংলা ব্লগ" কমিউনিটি'র ফার্স্ট ডিজিটাল টোকেন এটি । PUSS Token । এটি একটি TRC-20 টোকেন, এর অর্থ টোকেনটি Tron ব্লকচেইনে ডিপ্লয় করা । এটি সম্পূর্ণ একটি FUN টোকেন । বর্তমানে ক্রিপ্টো দুনিয়ায় মিমি কয়েনের ব্যাপক জনপ্রিয়তা পরিলক্ষিত হয় । $PUSS টোকেনটিও একটি meme coin বই আর কিছুই নয় । "আমার বাংলা ব্লগের" FUN token এটি । অর্থাৎ , সম্পূর্ণ মজার উদ্দেশ্যে কয়েনটি তৈরী করা হয়েছে । কোনো সিরিয়াস প্রোজেক্টতো নয়ই, এমনকি ইনভেস্টমেন্ট পারপাসের জন্যও নয় এটি ।

PUSS কয়েনের কোনো মালিকানা নেই । সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড এটি । কোনো Presale নেই, Creator কর্তৃক pre-mined কোনো স্টেক নেই । একটি কয়েনও ফ্রী পাওয়া যায়নি । ইভেন ক্রিয়েটরও একটি সিঙ্গেল কয়েন ফ্রি ফ্রি পাননি । প্রত্যেকটা $PUSS টোকেন Tron(TRX) দিয়ে কিনে নিতে হয়েছে । তাই, এই FUN প্রজেক্টটি সম্পূর্ণ স্ক্যাম ফ্রী ।

প্রোজেক্টটি যেহেতু সম্পূর্ণটাই তৈরী করা হয়েছে মজার উদ্দেশ্যে তাই সবার উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো যে এটাকে কেউ খুব সিরিয়াস কোনো প্রজেক্ট হিসেবে নেবেন না । এবার বলি এই ফান টোকেনটি ক্রিয়েট করার উদ্দেশ্য ।

আমাদের কমিউনিটি-তে নানান ধরণের ক্রিয়েটিভ কর্মকান্ডে ইউজাররা প্রতিনিয়ত এনগেজড হন । এছাড়াও আমাদের কমিউনিটি-তে প্রতি সপ্তাহে কুইজ, রেসিপি/ফোটোগ্রাফি/DIY/আর্ট কনটেস্ট, সঙ্গীত, কবিতা আবৃত্তি এসব প্রতিযোগিতা চলমান আছে । এসকল প্রতিযোগিতার বিজয়ীদের জন্য এখন থেকে আমরা $PUSS টোকেন প্রাইজ হিসেবে দেওয়া শুরু করবো ।

তাছাড়াও আমাদের অন্য সকল কমিউনিটির ইউজাররা @abb-curation এ ডেলিগেশন করে যে বিভিন্ন ধরণের ভোটিং বোনাস পান সেসকল বোনাসও এখন থেকে তাঁদের $PUSS টোকেন ষ্টেকিং এর ওপর ডিপেন্ড করে দেওয়া হবে । যত বেশি PUSS ষ্টেকিং তত বেশি @abb-curation curation বোনাস ।

সবার শেষে বলি আমরা আমাদের স্টিমিট কমিউনিটিগুলোর জন্য বেশ কিছু ফান গেম (ব্লকচেইন বেজড) আনতে চলেছি । সেই সকল গেমের রিওয়ার্ড টোকেন হিসেবে $PUSS টেকেন রাখার চিন্তা ভাবনা করছি ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!