পরিবর্তিত সূচিতে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ বাড়ল বাংলাদেশের!

in bangladesh •  7 years ago 

২০১৯ সাল থেকে পরবর্তী চার বছরের জন্য নতুন প্রস্তাবিত এফটিপি সূচি কয়েকদিন আগেই ঘোষণা করেছিল আইসিসি। কিছু পরিবর্তন এনে প্রস্তাবিত সেই সূচি আবার প্রকাশ করলো আইসিসি। পরিবর্তিত সেই সূচিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ বেড়েছে বাংলাদেশের।

ছয় দিন আগে প্রকাশিত সূচিতে ৩৫টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি পেয়েছিল বাংলাদেশ। পরিবর্তিত সূচিতে টাইগারদের টেস্ট ও ওয়ানডের সংখ্যা অপরিবর্তিতই থাকছে। তবে টি-টোয়েন্টি বেড়ে তা ৪৪ এ দাঁড়িয়েছে।

এদিকে আগের সূচিতে কম পাওয়ায় বেশ ক্ষোভ ঝেড়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। পরিবর্তিত সূচিতে পাকিস্তানের ম্যাচ সংখ্যা বাড়ছে অনেক। আগের প্রকাশিত সূচিতে সব ফরম্যাট মিলে যেখানে ১০৪টি ম্যাচ পেয়েছিল পাকিস্তান, নতুন সূচিতে যেখানে সবমলিয়ে ম্যাচ পাচ্ছে তারা ১২১টি।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে আইসিসির প্রধান নির্বাহীদের সভায় অনুমোদনের জন্য পাঠানো হবে এই সূচি। আর সেখানে অনুমোদন পেলে জুনে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে আইসিসির বোর্ড সভায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

NICE

This post has received a 0.51 % upvote from @boomerang thanks to: @sajeeb240896

@boomerang distributes 100% of the SBD and up to 80% of the Curation Rewards to STEEM POWER Delegators. If you want to bid for votes or want to delegate SP please read the @boomerang whitepaper.