সুবর্নার ‘অন্বেষণ’, অন্ধকারে জীবনের খোঁজsteemCreated with Sketch.

image.png
রাজধানীর ধানমন্ডি ২৭ এ অবস্থিত ইএমকে সেন্টারে চলছে শিল্পী সুবর্না মোর্শেদার একক চিত্র প্রদর্শনী ‘অন্বেষণ’। প্রদর্শনীটির উদ্বোধন করেছেন প্রফেসর জামাল আহমেদ, প্রফেসর আনিসুজ্জামান ও মনের বন্ধুর তাওহিদা শিরোপা।
শিল্পী জানান, লিথোগ্রাফ, সায়ানোটাইপ, পেন্সিল স্কেচ, জলরং বিভিন্ন মাধ্যমে করা মোট ৪২টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। শো-টি কিউরেট করেছেন দৃকের কিউরেটর রেজাউর রহমান।

সুবর্না মোর্শেদা বলেন, ‘অন্বেষণ মানে তো খোঁজ। এই খোঁজ হলো আত্ম-অন্বেষণ।নিজেকে খোঁজার যে তাগিদ, আমার মধ্যে সেটা সবসময়ই কাজ করে। এই তাগিদ থেকেই আমার কাজের শুরু বলা যেতে পারে। সবসময় মনে হয়, নিজেকে খোঁজার চেয়ে কঠিন কিছু নাই। গত দুই বছরে সেই খোঁজার তাগিদ আরো তীব্র হয়ে উঠেছে। আমার ছবিগুলো যেন জীবনের মত! আমার জীবন যেন আমার ছবির মতো!’

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!