কবিতাঃ কে তুই

in banglapoetry •  7 years ago 


Source

তুই কি আমার রাতের আকাশে টিপ টিপ করে জ্বলে উঠা দ্রুব তারা ?
তুই কি সেই দ্রুব তারা ? যে আকাশের সব কলঙ্ক মুছে সোভায় ফুটিয়ে তোলে !
তুই কি দেখেছিস জ্যোৎস্না রাতে জ্বলে উঠা জোনাকি পোকা ?
তুই কি আমার জীবনে জ্বলে উঠা সেই জোনাকি পোকা ?
আমার জীবনের অন্ধকার মুছে তুই জবালিয়ে দিয়েছিস ফানুসের মতো ।
তুই কি ঐ ধূসর আকাশে অবহমান তারার মেলা ?
নাকি ঐ জ্যোৎস্না রাতে জ্বলে উঠা জোনাকি পোকা ।
নাকি তুই সন্ধ্যা বেলার মন্দিরের প্রদীপ শিখা ?
নাকি তুই আমার ঘড়ের মোমের বাতি ?
নাকি তুই মসজিদের জ্বলন্ত নুরের বাতি ?
তুই সুন্দর তুই মিষ্টি তুই নিস্পাপ তুই পবিত্র ।

DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

আমার আগের কবিতা গুলো হচ্ছেঃ

কবিতাঃ ভোটের খেলা
কবিতাঃ প্রিয়া
কবিতাঃ তোর মনের পাশে

কবিতাঃ অন্তরা ( খন্ড - ১ )
কবিতাঃ অন্তরা ( খন্ড - ২ )
কবিতাঃ অন্তরা ( খন্ড - ৩ )
কবিতাঃ অন্তরা ( খন্ড - ৪ )
কবিতাঃঅন্তরা ( খন্ড - ৫ )
কবিতাঃঅন্তরা ( খন্ড - ৬ )

002.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi @alaminhosssain, we have recently started a project that might interest you, you can check it out here -> #induswhale

@induswhale

Awesome poetry.

Its a wonderful poem .onk sundor hoice vai apnar sob gula content ami porci onk valo lagce thanks share korar jonno vai..r amk e upvote diye sathe thakben

Google Translate won't let me benefit from this poem. I wish it had a translation.

বস কবিতাটি অনেক সুন্দর। এই সুন্দর কবিতা পোস্ট করার জন্য ধন্যবাদ।বস কি প্রেম করেন নাকি,,,? আমি জনি যদি কারো মনে ভালোবাসা না থাকে, কেউ কবিতা বা গান লিখতে পারে না।
you really best....

You got a 15.01% upvote from @postpromoter courtesy of @alaminhosssain!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

purai osthir vai..