Bangladeshi News

in bdnews •  2 years ago 

IMG_6538.jpeg

দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সকলের মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে গেলেন আশির দশকের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান দুলু (ফারুক)।
তার হাত ধরে যুদ্ধের পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে চালু হয়েছিলো।
রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ দল করতেন।
তিনি ছিলেন অনেক ভালো একজন মানুষ।
তার প্রতিটি চলচ্চিত্র অভিনয় আমার মন কেড়ে নিতো।।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে।
*****সারেং বউ, সুজন সখি,জীবন সংসার, গোলাপী এখন ট্রেনে, তোরা মানুষ হ ইত্যাদি।
তার অভিনিত প্রথম সিনেমা হলো.... জল ছবি।
নায়ক ফারুক ১৯৪৮ সালের ১৮ই আগস্ট মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
১০০ প্লাস চলচিত্রে তিনি অভিনয় করেছেন।
তার কন্ঠে যে নজরুলের মত প্রতিবাদের ভাষা এখনো আমার কানে ভাসে।
তার মত সৎ এবং নিষ্ঠাবান অভিনেতা চলচ্চিত্র জগতে আমি খুব কমই দেখেছি।
নায়ক ফারুকের মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগতের শোকের ছায়া নেমে আসেনি আমার ব্যক্তির জীবন ও তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ চলচ্চিত্র সমিতি যেমন একজন সৎ নিষ্ঠাবান অভিনেতাকে হারালো তেমনি আওয়ামী লীগ ভালো মনের দলীয় রাজনীতিবিদ কে হারালো।
ঘুম থেকে উঠে নায়ক ফারুক আঙ্কেলের মৃত্যুর খবর শুনে।
কষ্টে মনটা কেমন ভারী হয়ে এলো।
আল্লাহ নায়ক ফারুক আঙ্কেল পরিবারকে শোক সইবার তৌফিক দান করুক।
এবং মন থেকে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করুক।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!