রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত আন্তর্জাতিক মানের ফিস অ্যাকুরিয়াম। লোনা পানি ও মিঠা পানির মাছ সহ বিদেশী মাছের সংগ্রহ শালা এটি।
সাগর ও মিঠা পানির বর্ণিল রাজাত্ব এ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড (Radiant Fish World) যা বাংলাদেশের প্রথম মেরিন ফিশ অ্যাকুরিয়াম (Marine Fish Aquarium)। ঝলমলে শতাধিক ছোট-বড় অ্যাকুরিয়াম নিয়ে নান্দনিক শিল্পকর্ম ও বৈদ্যুতিক আলোয় সুড়ঙ্গের মতো সাজানো, নানা জাতের মাছ। এ যেন সাগরতলের এক আশ্চর্য জগত।
এ যেন সাগর তলের বর্ণিল রাজত্ব। চারদিকে নানা প্রজাতি মাছের রাজ্য, যেন সাগর তলদেশের জীবন্ত প্রতিচ্ছবি।
এ্যাকুরিয়ামে গেলে দেখা যাবে উপরে মাছ, ডানে মাছ, বামে মাছ। অর্ধশতাধিক প্রজাতির মাছের ভিতর দিয়ে পথ চলতে হবে।
তবে হঠাৎ সামনে এসে হাজির হতে পারে হাঙ্গর মাছ । মানুষ খেকো মাছ পিরানহা ধারালো দাঁত খুলে হা করে ছুটে আসতে পারে। গায়ে লেগে যেতে পারে কুচিয়া, কচ্ছপ, কাঁকড়া, আউসসহ সাগরের তলদেশের নানা কিট পতঙ্গ।
এখানে রয়েছে প্রায় ২৫০ প্রজাতির বিরল প্রকৃতির মাছ। যার মধ্যে আছে হাঙ্গর, পাঙ্গাস, থাই সরপুটি, মহাশোল বা গজার, কোরাল, পুঁটি, কুরুমা স্প্রিং, লাল কাঁকড়া, রাইল্যা, কামিলা, বাগদা, গলদা, চিংড়ি, স্টিং রে, আফ্রিকান মাগুর, দেশীয় মাগুর, ফলি, পটকা, ভোল কোরাল, অক্টোপাস, কামিলা, বিদ্যুৎ মাছ, ব্ল্যাক কিং, নীলরঙা ভোল, বাইল্লা, রাজকাঁকড়া, স্টার ফিস, স্টোন ফিস, জেলি ফিস ইত্যাদি।
এর মাঝে সাগরের তলদেশের গাছ পালা, লতা, পাতা, গুল্ম, ফুল গায়ে পরশ লাগিয়ে দেবে। সাগরের পাহাড়, গুহা, তলদেশ উঁচু নিচু আর এলোমেলো সাগর পথ পাড়ি দিতে দুই ঘন্টা সময় ব্যয় করতে হবে।
যতই আপনি ঘুরবেন ততই আপনার জন্য আশ্চর্য অপেক্ষা করবে। দেখতে পাবেন অজানা অনেক মাছের জীবন্ত সমারোহ।।
অ্যাকুরিয়াম নিয়ে নান্দনিক শিল্পকর্ম ও বৈদ্যুতিক আলোয় সুড়ঙ্গের মতো সাজানো, নানা জাতের মাছ আপনাকে প্রতিটি মূহুর্ত নান্দনিক করে তুলবে।
এখানকার সবচেয়ে মজার বিষয় হলো প্রতিটি অ্যাকুরিয়ামে রয়েছে নান্দনিক শিল্পকর্ম।
আপনি যতই ঘুরবেন ততই মুগ্ধ হয়ে অজানাকে জানার আগ্রহে হারিয়ে যাবেন।
এখানকার প্রতিটি শিল্পকর্ম সাথে সাগরতলের অজানা আপনার প্রতিটি মূহুর্ত মনোমুগ্ধকর দৃশ্য রুপান্তরিত করে তুলবে।
আমারা আমাদের ভ্রমণের একটা বৃহৎ সময় এই
অ্যাকুরিয়াম কাটিয়েছি। আমাদের অসাধারণ উপলব্ধি ছিলো।।
wow so beautiful
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit