পশ্চিমবঙ্গের নবগঠিত জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম অন্যতম। এই জেলা প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ। ভ্রমণপ্রেমীদের জন্য অসাধারণ। আজকে বলব কীভাবে আপনারা সঠিকভাবে ঝাড়গ্রাম ঘুরতে পারবেন। যদিও ঘোরার পদ্ধতি প্রত্যেকের আলাদা আলাদা, তাও মোটামুটিভাবে সাধারণ একটা ধারণা আমরা আজ এই পোস্টে দেবো। দিন হিসেবে কেমন প্ল্যান করলে ঠিকঠাক ঘোরা যাবে, তারও বিবরণ থাকলো।
দেখার কী আছে?
ঝাড়গ্রাম মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম প্রান্তের জেলা। সীমানা লাগোয়া রাজ্য ঝাড়খন্ড এবং ওড়িশা। স্বাভাবিকভাবেই এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই আলাদা। এখানকার মাটি সাধারণত পাথুরে ও লাল। শক্ত মাটিতে যেসব গাছ ভালো হয় তাদের সংখ্যা এখানে বেশি। যেমন শাল, পলাশ, মহুয়া, সেগুন ইত্যাদি। এখানে দেখতে পাবেন শালের ঘন জঙ্গল। এছাড়াও আছে কাষ্ঠল লতার অরণ্য। রয়েছে কম উচ্চতার পাহাড়, পাহাড়ী ঝরণা, একাধিক নদী এবং হ্রদ। মোট কথা হল ঝাড়গ্রামে দেখার জিনিস বলতে মূলত প্রাকৃতিক সৌন্দর্য্য। তবে এগুলি ছাড়াও রয়েছে প্রাচীন কণকদুর্গা মন্দির, বড় চিড়িয়াখানা, ভেষজ উদ্যান, আর বিখ্যাত রাজবাড়ি৷ আর শহরটাও খুব সুন্দর একটা দিন ঘুরে দেখার জন্য।
সম্পূর্ন পড়ুনঃ https://www.etcbangla.com/2020/07/Jhargram-tour.html