White Blood Cell
মানবদেহে তিন ধরনের রক্তকণিকা দেখা যায়—লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা।
রক্তে হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষগুলোকে শ্বেত রক্তকণিকা বলে।
একে WBC বা White Blood Cell বলে।
শরীরে লোহিত কণিকার তুলনায় রক্তে শ্বেতকণিকা খুবই কম। ৬৫০টি লোহিত কণিকা বিপরীতে আছে মাত্র একটি শ্বেতরক্তকণিকা।
শ্বেত রক্তকণিকা
শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে।
শ্বেত রক্তকণিকার আকার অনিয়মিত ও বড়।
শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন নেই।
শ্বেত রক্তকণিকার সংখ্যা লোহিত রক্তকণিকার
তুলনায় অনেক কম।
বিস্তারিতঃ শ্বেত রক্ত কণিকা