ওয়ারেন এডওয়ার্ড বাফেট (জন্ম ৩০ আগস্ট ১৯৩০) একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষী ব্যক্তি। তাঁকে বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়। বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী। তিনি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। ২০১১ সালে বাফেট বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন। ২০১২ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ঘোষণা করে। বিপুল ধনসম্পদের মালিক হওয়া সত্ত্বেও ওয়ারেন বাফেট অত্যন্ত মিতব্যয়ী। বাফেট একজন প্রখ্যাত জনহিতৈষী ব্যক্তি। তিনি তাঁর সম্পদের ৯৯ ভাগ জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে অঙ্গীকার করেছেন। ২০১২ সালে তাঁর প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে।
Warren Edward Buffett (born 30 August 1930) is a US businessman, investor and philanthropist. He is considered as the most successful investor of the twentieth century. Buffett Berkshire Hathaway Company Chief Executive He is consistently considered as the richest person in the world. In 2011, Buffett was the third richest person in the world. In 2012, Time Magazine declared him the world's most influential person. Warren Buffett is very economical despite being the owner of huge wealth. Buffett is a renowned philanthropist. He pledged to donate 99 percent of his wealth for philanthropy. Her prostate cancer was detected in 2012.
This post has received gratitude of 0.99 % from @appreciator thanks to: @bright-side.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit