বাজ্রিকা পাখির ডিম রহস্য !! Egg History of Bajrika Bird

in bird •  6 years ago 

ডিম রহস্য :

"অনেক দিন হয়ে গেল ডিম পাড়ে না”
"ডিম ফুটে না"
"ডিম ফেলে দেয় নয়তো খেয়ে ফেলে"

41556847_894305880957698_3634048039045300224_n.jpg

আসুন একটু জানি...

১. পাখি ১জোড়া হলে ডিম বাচ্চা করার সম্ভাবনা কম থাকে।
২. কিনে এনে পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে
৩. মেল ফিমেল পূর্ণবয়স্ক না হলে ডিম বাচ্চা করবে না
৪. মেল বা ফিমেল বন্ধ্যা হলে
৫. সঠিক পরিচর্যা না পেলে
৬. সঠিক এবং সুষম খাবার না পেলে
৭. নোংরা পরিবেশ হলে
৮. অসুস্থ পাখি হলে
৯. খাঁচার সেট আপ ঠিক না থাকলে
১০. হাঁড়ি পছন্দ না হলে
১১. সঙ্গী পছন্দ না হলে
১২. ছোট থেকে এক সাথে একই খাঁচায় বড় হলে
১৩. কৃমি হলে
১৪. ভয় পেলে

ডিম না ফুটার /খেয়ে/ফেলে দেয়ার কারণ :

১. সঠিক মেটিং না হলে
২. উর্বর না হলে
৩. হাঁড়িতে ডিম ময়লা হয়ে থাকলে
৪. অতিরিক্ত গরমে
৫. ক্যালসিয়াম / ভিটামিন / আয়োডিন এর অভাব থাকলে

41627591_703108233390389_6325468992773292032_n.jpg

সমাধান:

পাখিকে ভাল ও সুষম সিড মিক্স যেমন চিনা,কাউন,পোলাউ এর ধান,গুঁজি,তিশি,মিলেট,ক্যানারি, হেম্প সিড ইত্যাদি দিন।

পরিষ্কার পানি খেতে দিন।

সপ্তাহে ৩দিন এগ ফুড দিন।

প্রতিদিন একটি শাক সব্ জি দিন।

খাঁচায় সব সময় মিনারেল ব্লক,ক্যাটল বোন,ভিটা ব্লক দিয়ে রাখুন।

সপ্তাহে একদিন নিম পাতা,এলোভেরা,লেটুস পাতা খেতে দিন। অথবা ১৫দিনে অন্তত একবার খেতে দিন।

খাঁচা,ট্রে,হাঁড়ি, সপ্তাহে একদিন আর খাবার বাটি,পানির বাটি,পাখির ঘর প্রতিদিন পরিষ্কার করুন।

প্রতি মাসে মেডিসিন কোর্স নিয়মিত করাবেন।

প্রতি চারমাস অন্তর একবার কৃমিনাশক ঔষুধ দেয়া উচিত।

আমার লেখায় ভুল হতেই পারে,দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।নিজের জানার মধ্যে আপনাদের জানানোর ছোট্ট প্রয়াস মাত্র।

ভাল থাকুক সবার পাখি।

41675828_894305847624368_1635820517535514624_n.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!