বর্ষার রিমঝিম

in bishti •  3 years ago 

রিমঝিম রিমঝিম বৃষ্টি
সারাদিন অবিরাম ঝরে যায়
মনটায় ভাবাবেগ সৃষ্টি
কি কথা গোপনে বলে যায়।

টুপটাপ চুপচাপ ঝরে জল
রই চারপাশ দেয়ালে বন্দি
জলেরা একাধারে কল কল
বয়ে যায়, যেন এক সন্ধি।

চারপাশ সবুজের ঘনঘটা
পাতাগুলো থরথর কাঁপছে
বারিধারা পরছে ফোটা ফোটা
সূর তুলে সকলেই নাঁচছে।

শ্রাবণের অবিরাম ছন্দে
জানালার শিক ধরে অপলক
মন ভাসে অনাবিল আনন্দে
খুজে পাই স্বর্গীয় ঝলক।

FB_IMG_1654401384764.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Three men monks in very long, purple robes are walking on the path.

I don't know