রিমঝিম রিমঝিম বৃষ্টি
সারাদিন অবিরাম ঝরে যায়
মনটায় ভাবাবেগ সৃষ্টি
কি কথা গোপনে বলে যায়।
টুপটাপ চুপচাপ ঝরে জল
রই চারপাশ দেয়ালে বন্দি
জলেরা একাধারে কল কল
বয়ে যায়, যেন এক সন্ধি।
চারপাশ সবুজের ঘনঘটা
পাতাগুলো থরথর কাঁপছে
বারিধারা পরছে ফোটা ফোটা
সূর তুলে সকলেই নাঁচছে।
শ্রাবণের অবিরাম ছন্দে
জানালার শিক ধরে অপলক
মন ভাসে অনাবিল আনন্দে
খুজে পাই স্বর্গীয় ঝলক।
Three men monks in very long, purple robes are walking on the path.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I don't know
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit