পেওনিয়ার থেকে এই পদ্ধতিতে টাকা আনার ক্ষেত্রে ইতিমধ্যে একটি বিকাশ একাউন্ট ও একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা জরুরী । ইতিমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলতে ঃ
১. পেওনিয়ার একাউন্ট খুলতে পেওনিয়ার পরিচালিত রেজিস্ট্রেশন পেইজে প্রবেশ করুন বিকাশ অ্যাপ থেকে
২. রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করা যাবে জবসরঃঃধহপব> চধুড়হববৎ>ঈৎবধঃ>চধুড়হববৎ অপপড়ঁহঃ ডরঃয ইশধংয অপশনে প্রবেশ করে।
৩. প্রয়োাজনীয় সকল তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, ভুল তথ্য প্রদানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ব্যর্থ হতে পারে।
৪. বিকাশ অ্যাপ এর মাধ্যমে খোলা একাউন্ট একটিভ হতে সময় লাগবে অন্তত তিন কর্ম দিবস। তিন কর্ম দিবসের মধ্যে পেওনিয়ার টিম রিভিউ করে একাউন্টের রেজিস্ট্রেশন কনফার্ম করবে।
অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেলে এবার পেওনিয়ার ও বিকাশ একাউন্ট লিংক করতে হবে। পেওনিয়ার এর সাথে বিকাশ একাউন্ট লিংক করতেঃ
১. বিকাশ অ্যাপ এ প্রবেশ করুন ও রেমিটেন্স আইকনের ট্যাপ করেও পেওনিয়ার সিলেক্ট করুন
২. এরপর লিঙ্ক মাই পেওনিয়ার একাউন্ট অপশন সিলেক্ট করুন
৩. প্রয়োজনীয় তথ্য সমূহ সঠিক ভাবে প্রদান করুন।
৪. উল্লেখ্য যে পেওনিয়ার একাউন্টে রেজিস্টার্ড নাম ও বিকাশ একাউন্টের নাম একই হতে হবে।
৫. অ্যাকাউন্ট লিঙ্কিং এর সময়ে মোবাইলে আসা ওটিপি কোড প্রদান করুন, এই কোড কারো সাথে শেয়ার করার থেকে বিরত থাকুন।
উল্লিখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে পেওনিয়ার একাউন্ট ও বিকাশ একাউন্ট লিংক হয়ে যাবে। একাউন্ট লিংকিং সম্পন্ন হলে তা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন । এবার বিকাশ এ্যাপে পেওনিয়ার এর মাধ্যমে কারেন্সি আনতে পারবেন। বিকাশ অ্যাপ এর মাধ্যমে পেওনিয়ার থেকে টাকা আনতেঃ
১. বিকাশ অ্যাপ এর রেমিটেন্স সেকশনে প্রবেশ করে কোন ফরেন কারেন্সি বিকাশে যুক্ত করতে চান তা সিলেক্ট করুন।
২. এরপর উইথড্রল এর পরিমাণ ইনপুট করুন ও প্রসিড অপশনে ট্যাব করুন।
৩. এরপর বাংলাদেশি টাকায় কনভার্ট করা অ্যামাউন্ট দেখতে পাবেন । টাকায় কনভার্ট করতে ট্যাপ টু কন্টিনিউ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর উইথড্রল রিকোয়েস্ট গ্রহণ করা হলে নোটিফিকেশন পেয়ে যাবেন।
৫. এরপর উইথড্রল প্রসেস সম্পন্ন হলে সে ক্ষেত্রেও নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।
পেওনিয়ার টু বিকাশ
১. গ্রাহকেরা এখন বিকাশ অ্যাপ থেকেই পেওনিয়ার একাউন্ট খুলে পেওনিয়ার থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন
২. বিকাশ অ্যাপ থেকে নতুন পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে বিকাশ হোম পেজের রেমিট্যান্স আইকনে ক্লিক করুন। এরপর পেওনিয়ার অপশনে রেজিস্টার বাটনটি ক্লিক করুনঅ ক্লিক করার সাথে সাথেই পেওনিয়ার এ রেজিস্ট্রেশনের পেজে চলে আসবে। বিকাশ শুধু পেওনিয়ার একাউন্ট রেজিস্ট্রেশনে সহায়তা করছে সফল বা ব্যর্থ রেজিস্ট্রেশন কিংবা রেজিস্ট্রেশনের বিস্তারিত নির্ভর করবে পেওনিয়ার কর্তৃপক্ষের উপর।
৩. আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য না দিয়েও বিকাশ অ্যাপ এর মাধ্যমে পেওনিয়ার এ রেজিস্ট্রেশন করা সম্ভব
৪. সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়াা সাপেক্ষে আপনি গ্রাহক আইডি সহ একটি কনফারমেশন ইমেইল পাবেন।
৫. আগে থেকেই পেওনিয়ার একাউন্ট থাকলে বিকাশ গ্রাহকেরা তাদের বিকাশ অ্যাপের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করে সহজেই লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে পেওনিয়ার একাউন্টের গ্রাহকের নাম ও বিকাশ একাউন্ট এর গ্রাহকের নাম একই হতে হবে।
source
৬. বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করতে ট্যাপ করুন রেমিট্যান্স আইকন > পেওনিয়ার > আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করুন। এরপর পেওনিয়ার এ সাইন ইন করার জন্য ইমেইল অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন ইমেইল অথবা ইউজারনেম এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনি একটি ওটিপি পাবেন। ওটিপি ঈস্খদান করঔেন আপনার বিকাশ একাউন্ট ও পেওনিয়ার একাউন্ট লিংক হয়ে যাবে।
৭. একটি বিকাশ একাউন্ট এর সাথে শুধু একটি পেওনিয়ার একাউন্ট লিংক করা যাবে।
৮. কেউ বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার সার্ভিসটি ব্যবহার করতে না পারলে রেমিট্যান্স বাটনে টেপ করার পরে নিজের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে তথ্য হালনাগাদ করে নিলেই সার্ভিসটি ব্যবহারের জন্য উপযুক্ত হবেন।
৯. পেওনিয়ার থেকে বিকাশে টাকা উত্তোলনের সময়ে আপনি আপনার পেওনিয়ার একাউন্টের উপর নির্ভর করে নির্দিষ্ট কারেন্সিতেই আপনার ব্যালেন্স দেখতে পারবেন।
১০. পেওনিয়ার থেকে বিকাশে টাকা উত্তোলনের সর্বনিম্ন লিমিট ১০০০ টাকা ও সর্বোচ্চ লিমিট ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রতিদিন।
১১. পেওনিয়ার থেকে বিকাশে প্রতিবার টাকা উত্তোলনের সময় লেনদেনের মোট এমাউন্টের উপর ২% ফি চার্জ করবে পেওনিয়ার। টাকা উত্তোলনের সময়ে পেওনিয়ার এর ফি ব্যতীত বিকাশ কিংবা সরকার নির্ধারিত হার কোন চার্জ প্রযোজ্য নয়।
১২. প্রতিবার সফলভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা উত্তোলনের পর গ্রাহক রিওয়ার্ড পয়েন্টস পাবেন।
১৩. এই সার্ভিসের ক্ষেত্রে সরকার প্রদত্ত ২.৫% প্রণোদনা প্রযোজ্য নয়।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা উত্তোলনের লিমিট
ট্রানজেকশন লিমিট সর্বোচ্চ ট্রানজেকশন প্রতি ট্রানজেকশনে অ্যামাউন্ট
সর্বোচ্চ অ্যামাউন্ট
ট্রানজেকশন এর ধরন প্রতি দিন প্রতি মাসে সর্বনিম্ন টাকা সর্বোচ্চ টাকা প্রতিদিন টাকা
প্রতি মাসে টাকা
পেওনিয়ার (আšতর্জাতিক রেমিটেন্স) ১০ ৫০ ১০০০ ১,২৫,০০০ ১,২৫,০০০ ৪,৫০,০০০