সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা হাসনাহেনা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
হাসনাহেনা ফুলটি দেখতে খুবই সুন্দর।সকলের এই ফুলটি খুবই পছন্দনীয় একটি ফুল।হাসনাহেনা ফুলগাছটি খুব বেশি বড় হয় না।এই ফুলটির পাতাগুলো হয় লম্বা ধরনের।তবে হাসনাহেনা ফুল গুলো সারা বছর ফোটে না।হাসনাহেনা ফুলগুলো বছরের কিছু কিছু সময় দেখা যায়।হাসনাহেনা ফুলটি গ্রীষ্মকালে এবং বর্ষাকালে খুব বেশি পরিমাণে ফুটে থাকে।
হাসনাহেনা ফুলটি পাতার গোড়ায় এবং ডালের মাথায় ছোট ছোট থোকায় থোকায় হয়ে ফুটে থাকে।হাসনাহেনা ফুল্টুর সৌন্দর্য রাতেই প্রকাশ পায়।এই ফুলটি সন্ধ্যার পর ফুটে থাকে,এবং এটির সুগন্ধ রাতেই আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ে।দিনের বেলাতে এই ফুলটির সুবাস পাওয়া যায় না।হাসনাহেনা ফুল তার নিজের নিয়মে চলে।
হাসনাহেনা ফুলগুলো থেকে শুধু রাতেই সুঘ্রাণ বের হয়ে থাকে।এই হাসনাহেনা ফুলগাছটি অনেকেই নিজের বাড়ি উঠানো লাগিয়ে থাকে। অনেকে আবার টবে লাগিয়ে থাকে।এই হাসনাহেনা ফুলটি টবেও চাষ করা যায়।পৃথিবীতে থাকা অত্যন্ত সুন্দর ও শুঘ্রাণ বিশিষ্ট একটি ফুল হলো হাসনাহেনা।হাসনাহেনা ফুল গাছের কাছে সাপ থাকতে বেশি পছন্দ করে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
কারণ হাসনাহেনা ফুলটির এত বেশি সুবাস যে এই ফুলটি সুবাস সাপদের খুব বেশি পছন্দ হয়ে থাকে।তাই হাসনাহেনা ফুল গাছ বাড়ির মধ্যে থাকলে খুব সাবধানে থাকা প্রয়োজন।আমার খুবই পছন্দনীয় কিছু ফুলের মধ্যে হাসনাহেনা ফুল একটি।এই ফুলটি আমার খুবই ভালো লাগে।