সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা পেটুনিয়া ফুল গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পেটুনিয়া ফুল গাছ গুলো সাধারনত আমাদের দেশের সকল জায়গাতে দেখা যায় না।তবে আমাদের দেশে এই পেটুনিয়া ফুল গাছ গুলোর প্রচুর পরিমানে জনপ্রিয়তা রয়েছে।সাড়া বিশ্বেই এই পেটুনিয়া ফুল গাছ গুলো দেখা যায়।
ফুল সকল জায়গাতেই শোভাবর্ধণ করতে থাকে।ফুল গাছ সবার বাড়িতেই মোটামুটি কিছু না কিছু থাকে।তবে আমার বাগানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে।তার মধ্যে পিটুনিয়া ফুলগাছ হলো একটি।
ফুল গাছ লাগাতে আমার সব সময়ই ভীষন ভালো লাগে।আমি নতুন নতুন ফুল গাছের সন্ধান পেলে সেই ফুল গাছ গুলো আমার বাগানে এনে লাগানোর চেষ্টা করে থাকি।পৃথিবীতে হাজার রকমের ফুল গাছ রয়েছে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সব ধরনের ফুলই যেন প্রকৃতিকে ভিন্ন ভিন্ন ভাবে সাজিয়ে তুলছে।পেটুনিয়া ফুল গাছ গুলো আমার কাছে ভীষণ পরিচিত একটি গাছ।এই পেটুনিয়া ফুল গুলোর ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি রং রয়েছে।