কেন আমি ইউজ করি - LockPW Chrome Extension ? Bangla Blog Episode_06

in blog •  6 years ago 

সকল বাংলাদেশী স্টিমিয়ান্সদের কে শুভেচ্ছা! আজকের বাংলা ব্লগে একটি চমৎকার ক্রোম এক্সটেনশন নিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব! আশাকরছি আপনাদের উপকারে আসবে।

episode 06.jpg

LockPW এক্সটেনশটি আমি ইউজ করছি গত এক বছর ধরে। আপনি কেন এটি ইউজ করবেন বা করলে এমন কি বেনিফিট পাবেন? আমি জানিনা আপনার উপকারে আসবে কিনা। তবে আমার কাছে দরকারি মনে হয়েছে বলেই আমি এটি ইউজ করে আসছি।

LockPW এক্সটেনশনটির কাজ কি ?

এটি আপনার ক্রোম বাউজার কে পাসওয়ার্ড সেটাপের মাধ্যমে সিকিউর রাখবে। সাপোস আপনি চাচ্ছেন আপনার ক্রোম বাউজার আপনি ছাড়া অন্য কেউ ওপেন করতে পারবেনা। তাহলে আপনার জন্য এই ক্রোম এক্সটেনশনটি খুব ভাল মাধ্যম হিসেবে কাজ করবে। এটির মাধ্যমে আপনার ক্রোম বাউজারে পাসওয়ার্ড সেটাপ করে রাখতে পারবেন। সেই পাসওয়ার্ড ছাড়া আপনার ক্রোম বাউজার অন্য কেউ ওপেন করতে পারবেনা, আর ওপেন না করতে পারলে কেউ ইউজ ও করতে পারবেনা।

মাঝেমাঝে আমাদের ব্রাউজার পারসোনালি সিকিউর রাখতে হয়। LockPW এক্সটেনশনটি ইনস্টল করার পরে আপনাকে পাসওয়ার্ড ইনপুট করার জন্য পেইজ শো করাবে। আপনি আপনার ইচ্ছে মত পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিবেন। তারপর ব্রাউজার ক্লোস করে আবার ওপেন করবেন,দেখবেন পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড দিবেন তারপর ব্রাউজারে প্রবেশ করতে পারবেন। আপনি প্রশ্ন করতে পারেন, কেউ যদি এক্সটেনশনটি রিমুব করে দেয়? রিমুব কিভাবে করবে যদি ব্রাউজারে ডুকতেই না পারে? এক্সটেনশনটি রিমুব করতে হলেও আপনাকে প্রথমে ব্রাউজারে প্রবেশ করতে হবে পাসওয়ার্ডের মাধ্যমে।

LockPW এক্সটেনশনের সেটিং
01.PNG

উপরের স্কিন সর্টটি দেখলেই বুঝতে পারবেন হাতের ডান পাশে পাসওয়ার্ড সেট করার অপশনটি। আর হাতের বাম পাশে কিছু চমৎকার ফিচার রয়েছে। আপনি একটু ঘাটাঘাটি করলেই ফিচার গুলো সম্পর্কে খুব ভাল ভাবে বুঝতে পারবেন।

আশাকরছি উপরের আলোচনায় বুঝে গেছেন আমি যা বুঝানোর চেষ্টা করেছি। এখন আপনার ইচ্ছে হলে এক্সটেনশনটি ইউজ করতে পারেন। আজকের বাংলা ব্লগ এখানেই শেষ করছি। সামনের ব্লগ পেতে আমাকে ফলো করুন এখান থেকে।

এখান থেকে ডাউনলোড করে নিন LockPW Extension

আমার লেখা ৫ টি ক্রোম এক্সটেনশন নিয়ে একটি ইংরেজি আর্টিকেল এখান থেকে পড়ে আসতে পারেন।

আপনি যদি আগের কিছু বাংলা ব্লগ মিস করে থাকেন তাহলে নিচের লিংক গুলো থেকে পড়ে আসুন -

  1. SteemPlus এক্সটেনশনটি আমি কেন ইউজ করি ? Bangla Blog Episode_05

  2. আপনি স্টিমিটে নতুন তাই বুঝতে পারছেন না কিভাবে কাজ শুরু করবেন ? Bangla Blog_04

  3. সোসাল মিডিয়াতে সমালোচনা কিভাবে করা উচিৎ ? Bangla Blog Episode_03

POSITIVE COMMENT, UPVOTE, AND FOLLOW ME

I Always Follow Them-
@docktalk
@shahadatsagor
@alaminhosssain
@zaku
@dindar
@jahangirwifii
@shuvomahfuz

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

good read. useful extension i think.

I do not know whether this extension is useful for you but it is useful for me. Thanks for comment and support me!!@doctalk

You got a 2.18% upvote from @postpromoter courtesy of @kawkab!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Extension tah..valoi kajer mone hoccheh.Good work bandhuh.

himm onek valo. ami use kortechi one year dore

Nice post. Might be very useful. Thank you

welcome and follow me for next article