প্রথমবার কলেজে প্যারা কমান্ড অনুশীলন।।

in blog •  9 hours ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ আমি প্রথমবারের মতো কলেজে প্যারামিলিটারি কমান্ড বা প্যারা কমান্ড অনুশীলনে অংশগ্রহণ করেছি। এটি আমার জন্য একটি নতুন এবং শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল, যা শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দলগত মানসিকতার বিকাশ ঘটাতে সাহায্য করেছে।

IMG20250206105812.jpg

সকাল ৯ টায় কলেজের নির্ধারিত প্রশিক্ষণ মাঠে আমরা উপস্থিত হই। প্রশিক্ষক প্রথমে আমাদের প্যারেডের মৌলিক নিয়ম ও শৃঙ্খলা সম্পর্কে ধারণা দেন। এরপর আমরা সোজা দাঁড়ানো, ডান-বাঁ দিকে ঘোরা, মার্চপাস্ট, সালামি দেওয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ কৌশল অনুশীলন করি।

শুরুতে নির্দেশনা বুঝতে কিছুটা সমস্যা হলেও ধাপে ধাপে অভ্যাস করায় আমরা দ্রুত দক্ষতা অর্জন করতে পারি। প্রশিক্ষক আমাদের প্রতিটি ভুল সংশোধন করে ধৈর্য ধরে শেখান, যা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়।

IMG20250206113048.jpg

এরপর আমরা সবাই সেমিনারে যেয়ে বসি, এবং সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়। এরপর রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে মেয়েদের জন্য শাড়ী ও ছেলেদের জন্য গেন্জির ব্যবস্হা করা হয়। শাড়ীটা দেখতে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনাই অনেক ভালো ছিলো।

IMG20250206113214.jpg

received_926988706311683.jpeg

আমাদের আলোচনা শেষে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাই। সেখানে আমরা ডিম খেচুরি খাই। মোটকথা অনেক সুন্দর একটি দিন ছিলো। সিনিয়র জুনিয়র সবাই একসাথে খুবই সুন্দর একটি দিন কাটাই।

Messenger_creation_FA9523C6-2DD5-4DE1-BFF6-91ADA2527EE6.jpeg

IMG20250206125026.jpg

IMG20250206125024.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা,বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

প্রথমবার প্যারা কমান্ড অনুশীলন করা আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল। এটি শুধু শারীরিক অনুশীলন নয়, বরং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি শেখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতে আরও দক্ষতা অর্জনের জন্য আমি নিয়মিত অনুশীলন চালিয়ে যাব।

ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!