শীতের সকালের জমে উঠেছে কাঁচামালের বাজার।।

in blog •  4 days ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

শীতের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সকাল। এর মাঝেও জমজমাট হয়ে উঠেছে কাঁচামালের বাজার। গ্রামের হাট থেকে শুরু করে শহরের বাজার পর্যন্ত, সবখানেই দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। শীতকালীন সবজি ও সমারোহে ভরে উঠেছে প্রতিটি দোকান। লেবাররা মাথায় করে বিভিন্ন তরকারি গাড়ি থেকে বাজারে তুলতেছে।

IMG_20241223_072949.jpg

বাজারের চিত্র

শীতের সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, মুলা, শালগম, গাজর, এবং টমেটোতে বাজার সেজে উঠেছে। পাশাপাশি পুঁইশাক, লালশাক, পালংশাকের স্তুপ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিটি দোকানে শীতকালীন শাকসবজি দিয়ে পরিপূর্ণ।

IMG_20241223_072855.jpg

IMG_20241223_072845.jpg

IMG_20241223_072857.jpg

IMG_20241223_072932.jpg

IMG_20241223_072937.jpg

দাম ও চাহিদা

এ সময় কাঁচামালের দাম কিছুটা কম থাকে, কারণ সরবরাহ বেশি। এক কেজি টমেটো ৩০-৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর ফুলকপি বিক্রি হচ্ছে ১০-২০ টাকায়। সিমের দাম নেমে এসেছে ১০ টাকায়.

IMG_20241223_072912.jpg

IMG_20241223_072837.jpg

IMG_20241223_072917.jpg

বাজারে এসে আমার নিজের অনেক ভালো লাগছিল। শীতকাল আসলে নানা ধরনের সবজি পাওয়া যায়। যা আমাদের দেহের জন্য অনেক উপকারী। এবং এর শীতকালীন মৌসুমী কৃষকরা অনেক লাভবান হতে পারে। তারা তরকারি অনেক চাষ করে এবং এই মৌসুমে তারা অনেক বেশি লাভবান হতে পারে।শাকসবজি বেঁচে থাকায় মানুষের জমজমাটা বেশি থাকে বাজারগুলোতে।
IMG_20241223_072816.jpg

IMG_20241223_072942.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

শীতের সকালে জমে ওঠা কাঁচামালের বাজার শুধু কেনাকাটা নয়, বরং এ সময় মানুষের মিলনমেলা। শীতের স্বাদ ও আভিজাত্য পুরোপুরি উপভোগ করতে মানুষ বাজারমুখী হয়, যা আমাদের গ্রামীণ ও শহুরে জীবনের অন্যতম রূপ তুলে ধরে।

ধন্যবাদ!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!