মাটি বা ঘাসের উপর হাঁটার প্রয়োজনীয়তা।। My Dream Photography no-05

in blog •  3 months ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

শেষ কবে আপনি মাটিতে বা সবুজ ঘাসে হেঁটেছেন সেটি কি আপনার মনে পড়ে..?জন্মগতভাবে আমরা মাটির সাথে সম্পৃক্ত মহান আল্লাহ তা'আলা আমাদের মাটি থেকেই সৃষ্টি করেছেন। আবার মৃত্যুর পর সেই মাটিতে আমাদের মিশে যেতে হবে। বর্তমানের ইট-পাথরের শহরে আমরা চার দেওয়ালের মাঝেয় বন্দি। যার ফলে মাটির সাথে আমাদের দুরত্ব দিন দিন বেড়েই চলেছে। শেষ কবে সবুজ ঘাসের উপর হেঁটেছি জিজ্ঞেস করলে তা বলতে পারবো না। আমরা মনে করি খালি পায়ে হাঁটতে গেলে নিজেদের স্টাটাস কমবে। কিন্তু এতে যে আমরা নিজেরাই নিজেদের বড় ধরনের ক্ষতি করছি তা আমরা বুঝতে পারি না। এখন মানুষের অসুস্থতা বাড়ার পিছনে বড় কারন হলো মানুষের এমন ছোট ছোট বেখেয়ালি কাজ-কর্ম।

DSLR pixel by Riyan20240615_180829_🔥Portrait DSLR by Riyan.jpg

মাটি বা সবুজ ঘাসের উপর হাঁটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ?

চলুন এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি।
মানুষ ব্যতিত পৃথিবীর প্রায় প্রতিটি প্রাণী মাটি বা প্রকৃতির সাথে তাদের যোগাযোগ আছে। কিন্তু মানুষ একমাত্র জীব যারা মাটি বা প্রকৃতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে।তারা বসলে চেয়ারে বসে, ঘুমালে খাটে ঘুমায়, হাঁটলে জুতা পায়ে হাঁটে। প্রকৃতির সাথে মানুষের এমন সম্পর্কহীনতা মানুষকে অসুস্হ ও অসুখি করে তুলেছে। মানুষ তার জীবনকে সুন্দরভাবে উদযাপন করতে পারছে না। কিন্তু তারা ঠিকি এভাবে জীবন-যাপন করছে। এটি বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমানিত মানুষ যত বেশি মাটি বা সবুজ ঘাসের সান্নিধ্যো থেকে নিজেকে দুরে রাখবে ততবেশি রোগাক্রান্ত হয়ে পড়বে। তাই সুস্হ ও সুন্দর জীবন-যাপনের জন্য মাটি ও সবুজ ঘাসের সাথে গভির সম্পর্ক রাখতে হবে।

IMG20240615180846.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে

মাটি বা সবুজ ঘাসের উপর হাঁটার উপকারিতা :-

প্রতিদিন সকালে সবুজ ঘাসের উপর হাঁটলে দেখবেন মনে প্রশান্তি লাভ করে এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে। এটি মানুষিক চাপ দূর করতে সাহায্য করে বেশি মাত্রায় ডিপ্রেশনে থাকলে খালি পায়ে ঘাসের উপর হেঁটে দেখবেন ডিপ্রেশন দূর হয়ে যায়। এছাড়াও সবুজ ঘাস আমাদের চোখের জন্য খুব উপকারী। এটি আমাদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। খালি পায়ে হাঁটার মাধ্যমে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই সুস্থ থাকার জন্য সকালে শিশিরের উপর বা রোদে খালি পায়ে ঘাসের উপর হাঁটা সকালের উচিত।

সর্বোপরি সকলের সুস্থতা কামনা করি,সকলেই নিজের যত্ন নিবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @upex with a 2.10% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.567000181440573 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @tanvirahammad,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community